ঠাকুরগাঁওয়ে কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অগ্নিকাণ্ড

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:৪৭
ঠাকুরগাঁওয়ে কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অগ্নিকাণ্ড নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: বাসস

ঠাকুরগাঁও, ১১ এপ্রিল, ২০২৫,(বাসস): জেলায় আগুনে পুড়ে গেছে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের দুটি কক্ষ ও একটি স্টোর রুম। 

এই স্কুলে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় জেলার অন্যতম একটা পরীক্ষা কেন্দ্র।পুড়ে যাওয়া কক্ষ ২টির মধ্যে ১ টি পরীক্ষা কেন্দ্র ছিল।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিদ্যালয়টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. রবিউল ইসলাম।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। কিন্তু ততক্ষণে বিদ্যালয়ের দুটি শ্রেণীকক্ষ ও একটি স্টোর রুমের আসবাবপত্রসহ চেয়ার টেবিল পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত শর্ট সার্কিটের কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে খবর পেয়ে রাত ১০ টার দিকে বিদ্যালয় পরিদর্শন করেন বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। তিনি বলেন, আমরা এখানো নিশ্চিত নই কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা দিনের বেলায় সবকিছু খতিয়ে দেখবে। তবে এতে চলমান এসএসসি পরীক্ষা ব্যহত হবে না। পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষ পুড়ে গেছে। সেই কক্ষের পরীক্ষা অন্য কক্ষে নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০