বাংলাদেশকে অব্যাহত সহায়তার আশ্বাস ইউএনএইচসিআরের

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৩:২৫
ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৫ (বাসস) : জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) বাংলাদেশকে বিশেষ করে রোহিঙ্গা সংকটে অব্যাহত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে বিদায়ী সাক্ষাতকালে বাংলাদেশে ইউএনএইচসিআরের বিদায়ী প্রতিনিধি সুম্বুল রিজভী এই আশ্বাস দেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

সাক্ষাতকালে পররাষ্ট্র সচিব বাংলাদেশে তার সফল মেয়াদের জন্য ইউএনএইচসিআর প্রতিনিধিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য তার প্রচেষ্টার প্রশংসা করেন।

পররাষ্ট্র সচিব কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাম্প্রতিক সফরের কথা স্মরণ করেন।

তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের দীর্ঘ সময় অবস্থানের ফলে স্থানীয় সম্প্রদায়ের ওপর নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন। এরমধ্যে মাদক চোরাচালান এবং মানব পাচারের মতো অপরাধের উত্থানও অন্তর্ভুক্ত।

জসীম পুনর্ব্যক্ত করেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর সমাধান।

উভয় পক্ষ রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকটের ওপর আসন্ন উচ্চ-পর্যায়ের সম্মেলন নিয়েও তারা আলোচনা করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০