বাংলাদেশকে অব্যাহত সহায়তার আশ্বাস ইউএনএইচসিআরের

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৩:২৫
ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৫ (বাসস) : জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) বাংলাদেশকে বিশেষ করে রোহিঙ্গা সংকটে অব্যাহত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে বিদায়ী সাক্ষাতকালে বাংলাদেশে ইউএনএইচসিআরের বিদায়ী প্রতিনিধি সুম্বুল রিজভী এই আশ্বাস দেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

সাক্ষাতকালে পররাষ্ট্র সচিব বাংলাদেশে তার সফল মেয়াদের জন্য ইউএনএইচসিআর প্রতিনিধিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য তার প্রচেষ্টার প্রশংসা করেন।

পররাষ্ট্র সচিব কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাম্প্রতিক সফরের কথা স্মরণ করেন।

তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের দীর্ঘ সময় অবস্থানের ফলে স্থানীয় সম্প্রদায়ের ওপর নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন। এরমধ্যে মাদক চোরাচালান এবং মানব পাচারের মতো অপরাধের উত্থানও অন্তর্ভুক্ত।

জসীম পুনর্ব্যক্ত করেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর সমাধান।

উভয় পক্ষ রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকটের ওপর আসন্ন উচ্চ-পর্যায়ের সম্মেলন নিয়েও তারা আলোচনা করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০