মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ একজন আটক

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৪:২৮
ছবি : বাসস

মেহেরপুর, ১১ এপ্রিল, ২০২৪ (বাসস)জেলার  গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

অভিযান পরিচালনা করেন ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন রওশন ও গাংনী থানা পুলিশের একটি দল।

ক্যাপ্টেন রওশন জানান, লাল্টু বিশ্বাস নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে, তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃত লাল্টুকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, আটক লাল্টু বিশ্বাসের নামে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন । তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্বসহ একাধিক অভিযোগ আছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রুবেলের সেঞ্চুরিতে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখলো পারটেক্স
পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা
খনিজ চুক্তি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
জিম্বাবুয়ের বিপক্ষে ‘উপযুক্ত টেস্ট উইকেট’ চান সিমন্স
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৯০ জন আটক 
ইউরোপা লিগ: অবিশ্বাস্য জয়ে সেমিফাইনালে ম্যান ইউ
কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চলাচল 
বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে : আজাদ মজুমদার
কুয়াকাটায় রাখাইনদের বর্ষবরণ ‘মাহা সাংগ্রাই জলকেলি’ উৎসব শুরু
রাজশাহীর আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি আটক
১০