বগুড়ায় বাসের ধাক্কায় ভ্যান চালকসহ দুইজন নিহত

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৬:০৪

বগুড়া, ১১ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার কাহালু উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান চালকসহ দুজন নিহত হয়েছে। 

আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালুর নারহট্ট ভেঁপড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার শিকড় গ্রামের নুর আলম (৫০) এবং পাইকড় পাঞ্জাপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন (৩৬)।  

এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।

পুলিশের এই কর্মকর্তা জানান, নুর আলম ভ্যানে করে বিবিরপুকুর থেকে মোফাজ্জল হোসেনকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। নারহট্ট ভেঁপড়া এলাকায় পৌঁছালে ভ্যানটি বিকল হয়ে যায়। এ সময় নওগাঁ থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস পিছন থেকে এসে ভ্যানটিকে ধাক্কা দেয় এবং প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় ভ্যান চালক নুর আলম।

ভ্যানে থাকা মোফাজ্জল আহত অবস্থায় তিনি পড়ে ছিলেন প্রায় এক কিলোমিটার দূরের কালিয়ার পুকুর এলাকায়, ভ্যানটির ভাঙা অংশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ  দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০