শেরপুরে দিনব্যাপী কৃষাণ-কৃষাণী ও কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৭:০২
ছবি : বাসস

শেরপুর, ১১ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলা কৃষি সম্প্রসারণ হল রুমে আজ দিনব্যাপী কৃষাণ-কৃষাণী ও কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বেলা ১১টায় ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার)-এর আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের (সম্প্রসারণ অনুবিভাগ) অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন। 

সভায় জাকির হোসেন বলেন, ‘কৃষিতে উন্নত প্রযুক্তি এবং মানসম্পন্ন উৎপাদন নিশ্চিত করতে জিএপি সার্টিফিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি কৃষকদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করবে।

জেলা কৃষি অফিস জানায়, রফতানিযোগ্য ফসল উৎপাদন, নিরাপদ খাবার চাষ ও নতুন-নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে কাজ করছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কৃষি বিভাগগুলো। এর ধারাবাহিকতায় আজ শেরপুরের ৫০ জন কৃষাণ-কৃষাণী ও কৃষি উদ্যোক্তা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

প্রশিক্ষণে কৃষকদের জিএপি (গুড এগ্রিকালচারাল প্রেকটিসেস)  সার্টিফিকেশন প্রক্রিয়া, এর গুরুত্ব এবং কৃষি উৎপাদনে মান নিশ্চিত করার পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাখাওয়াত হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক হুমায়ুন কবীরসহ জেলার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০