নিখোঁজের চারদিন পর শিশুসহ দুই বোনের খণ্ডিত মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৭:৫৭
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিশুসহ দুই বোনের বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার। ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ১১ এপ্রিল, ২০২৫ (বাসস): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিশুসহ দুই বোনের বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ দুপুর ২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি পুকুরপাড়ে স্থানীয়রা বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন, মৃত সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), তার ছোট বোন লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ছেলে হাবিব (৩)। এ ঘটনায় লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মিজমিজি এলাকার একটি পুকুরপাড়ে বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করা হয়েছে। তিনি এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

নিহতের খালা বড় খালা শিরিন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বোনের দুইটা মাইয়ারেই মাইরা ফেলল। ওগো বাপ-মা মারা গেছে অনেক আগেই। বড় মাইয়াটার মাথায় একটু সমস্যা ছিল। ছোট বোন লামিয়ার সাথেই থাকত। ওদের পাষাণের মতো খুন কইরা ফেলছে। আমার বোনের পরিবারটারে নিশ্চিহ্ন কইরা ফেলল।

তিনি আরো বলেন, লামিয়া প্রেম করে ইয়াসিন নামক একজনকে বিয়ে করেন। তাদের একটি সন্তান ছিল। চারদিন ধরে তাদের খোঁজ পাচ্ছিলাম না। আজ এসে দেখি আমার বোনের মেয়ে আর বাচ্চাটার কাটা কাটা লাশ। তিনি বলেন, লামিয়ার স্বামী একজন বখাটে ছিল। তাদের সংসারের প্রায় সমস্যা হতো। কয়েকদিন আগেও অনেক ঝগড়া হইছিল, এরপরেই ওগো খুঁজে পাইননাই। আমার এই মাইয়াগো খুনীর বিচার চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০