মাগুরা, ১১ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ বাস চাপায় লাইলী বেগম (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুর দেড়টায় জেলা শহরের ভায়না মোড় টিএন্ডটি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাইলী বেগম মাগুরা সদর উপজেলার ভিটাশাইর পূর্বপাড়ার বাসিন্দা।
মাগুরার রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, লাইলী বেগম তার ছেলের মোটরসাইকেলে করে চিকিৎসার উদ্দেশ্যে মাগুরা শহরে এসেছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ভায়না মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। ওইসময় সৌদিয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের ড্রাইভারকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জন্য নিহতের মরদেহ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।