ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫তম স্নাতক গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৮:৩০
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫তম স্নাতক গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশ গণিত সমিতি- এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৪’-এর চূড়ান্ত পর্ব আজ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের  এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই অলিম্পিয়াড উদ্বোধন করেন। পরে উপাচার্যের নেতৃত্বে গণিত ভবন থেকে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নুরুল আলম এবং ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, গণিত আমাদের চিন্তাশক্তি ও যুক্তিকে ক্ষুরধার করে। এর নিজস্ব একটি ভাষা রয়েছে। এই ভাষা আয়ত্ত করতে গণিত চর্চা অব্যাহত রাখতে হবে। গণিতের জ্ঞান পারিবারিক, সামাজিক ও কর্মজীবনে সবসময় কাজে লাগবে।

তিনি আরও বলেন, এই অলিম্পিয়াডের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সম্মিলন ঘটেছে। সকলের মধ্যে ঐক্য গড়ে তুলতে এধরনের আয়োজন কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ঢাকার দুই সিটি কর্পোরেশন এবং ৬টি বিভাগ থেকে আঞ্চলিক পর্বের প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের ৮৩জন শিক্ষার্থী অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে বিজয়ী ১০জন হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফওজিয়া আফিয়া ইসলাম ও মো.সবুজ রানা সোহাগ, বুয়েটের শিক্ষার্থী মো. জিম মিম সিদ্দিক সৌধ, অনিন্দ্য বিশ্বাস , তাহজিব হোসেন খান, মো. আশারুল ইসলাম ফাহিম ও ফাহিম মুহতামিম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. গোলাম মুসাব্বির জয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র শিক্ষার্থী আহনাফ মারজুক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সুমন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০