গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৮:৩৪
কোটালীপাড়া থানা, গোপালগঞ্জ। ছবি: বাসস

গোপালগঞ্জ, ১১ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলার কোটালীপাড়া উপজেলায় আজ পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার কোটালীপাড়া উপজেলার চৌরখুলী এবং মদনপাড়া গ্রামে পৃথক দু’টি স্থানে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- উপজেলার চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে আড়াই বছর বয়সের ওমর ফারুক এবং উপজেলার মদনপাড়া গ্রামের মশিউর হাজরার মেয়ে নুসরাত খানম (৮) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে দু’টি শিশুই তাদের নিজ নিজ বাড়ির পাশের পুকুরের পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। উভয় শিশুকে তাদের স্বজনরা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আইনি প্রক্রিয়া শেষে উভয় শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০