পঞ্চগড়ে বেকার যুবকদের কর্মসংস্থানে মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৯:২৫
শুক্রবার পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে দু’দিন ব্যাপী মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান। ছবি: বাসস

পঞ্চগড়, ১১ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে দু’দিন ব্যাপী মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

আজ শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দু’দিন ব্যাপী এ কর্মশালা শুরু হয়।

এই প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন-সহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

মাশরুম ও মুক্তা চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক ড. মো. নজরুল ইসলাম। 

পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কের উদ্যোগে ও জেলা প্রশাসন আয়োজিত দু’দিনের এই কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার মোট ৫৪ জন বেকার যুবক- যুবতি অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানান, প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বেকার যুবকদের মাশরুম ও মুক্তা চাষের কৌশল শেখানো এবং তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও স্বনির্ভর করার লক্ষেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০