খাগড়াছড়ি, ১১ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ চেঙ্গী নদীতে ডুবে রিয়া চাকমা (২০) এবং পিয়াসী চাকমা (১৩) নামের দু’জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০ টার দিকে জেলা সদরের ভাইবোনছড়ায় চেঙ্গী নদীতে শামুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে দুপুর পৌঁনে ১২ টার দিকে এলাকাবাসী তাদের মরদেহ উদ্বার করে।
মৃত পিয়াসী চাকমা জেলার সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া গ্রামের বিদেশ চাকমার মেয়ে এবং রিয়া চাকমা একই গ্রামের মুনি চাকমার মেয়ে। তারা দু‘জনেই পরস্পরের আত্মীয়। সম্পর্কে রিয়া চাকমার ভাইয়ের মেয়ে পিয়াসী চাকমা স্থানীয় মিলেনিয়াম উচ্চ বিদ্যাল্যয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রিয়া চাকমা ও পিয়াসী চাকমা-সহ নলছড়া গ্রামের কয়েকজন তরুণী কিশোরী শামুক কুড়াতে চেঙ্গীনদীতে নেমেছিলেন। শারীরিক প্রতিবন্ধী রিয়া চাকমা একপর্যায়ে ভারসাম্য হারিয়ে গভীর পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পিয়াসী চাকমাও পানিতে তলিয়ে যায়। অন্য সঙ্গীরা ঘটনা অবহিত করলে এলাকার বাসিন্দারা তাদেরকে উদ্ধারে নদীতে নামেন। অনেক খোঁজাখুঁজির পর দুপুর পৌঁনে ১২টার দিকে দু’জনের মৃতদেহ উদ্বার করা হয়।
চেঙ্গী নদীতে ডুবে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।