খাগড়াছড়িতে নদীতে ডুবে দু’জনের মৃত্যু 

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৯:৪৩ আপডেট: : ১১ এপ্রিল ২০২৫, ১৯:৫৩
ছবি: বাসস

খাগড়াছড়ি, ১১ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ চেঙ্গী নদীতে ডুবে রিয়া চাকমা (২০) এবং পিয়াসী চাকমা (১৩) নামের দু’জনের মৃত্যু হয়েছে।  

আজ শুক্রবার সকাল ১০ টার দিকে জেলা সদরের ভাইবোনছড়ায় চেঙ্গী নদীতে শামুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরে দুপুর পৌঁনে ১২ টার দিকে এলাকাবাসী তাদের মরদেহ উদ্বার করে। 

মৃত পিয়াসী চাকমা জেলার সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া গ্রামের বিদেশ চাকমার মেয়ে এবং রিয়া চাকমা একই গ্রামের মুনি চাকমার মেয়ে। তারা দু‘জনেই পরস্পরের আত্মীয়। সম্পর্কে রিয়া চাকমার ভাইয়ের মেয়ে পিয়াসী চাকমা স্থানীয় মিলেনিয়াম উচ্চ বিদ্যাল্যয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রিয়া চাকমা ও পিয়াসী চাকমা-সহ নলছড়া গ্রামের কয়েকজন তরুণী কিশোরী শামুক কুড়াতে চেঙ্গীনদীতে নেমেছিলেন। শারীরিক প্রতিবন্ধী রিয়া চাকমা একপর্যায়ে ভারসাম্য হারিয়ে গভীর পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পিয়াসী চাকমাও পানিতে তলিয়ে যায়। অন্য সঙ্গীরা ঘটনা অবহিত করলে এলাকার বাসিন্দারা তাদেরকে উদ্ধারে নদীতে নামেন। অনেক খোঁজাখুঁজির পর দুপুর পৌঁনে ১২টার দিকে দু’জনের মৃতদেহ উদ্বার করা হয়। 

চেঙ্গী নদীতে ডুবে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০