আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ২০:১৩
ছবি: সংগৃহীত

রাবি, ১১ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুরু হচ্ছে। ‘বি’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৬ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানা যায়, ‘বি’ ইউনিটে এক শিফটে পরীক্ষার নেওয়া হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এই ইউনিটে ৫৫৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪৩৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে আসন প্রতি লড়াই করবেন ৭৬ জন। বাণিজ্য শাখার জন্য ৩৬৭টি, বিজ্ঞান শাখার জন্য ১৬৬টি ও মানবিক শাখার ২৬টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১ দশমিক ২৫। প্রতিটি ভুল উত্তরের শূন্য দশমিক ২০ করে নম্বর কাটা হবে, অর্থাৎ পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের এভারগ্লেডসে খরা: হুমকিতে প্রাণিকুল ও পর্যটনশিল্প
চীনের সঙ্গে শান্তি ও সংলাপ চায় তাইওয়ান: প্রেসিডেন্ট লাই চিং-তে
ওভাল অফিসে ‘গণহত্যা’র ভিডিও দেখিয়ে রামাফোসাকে ‘হঠাৎ আক্রমণ’ ট্রাম্পের
নেটফ্লিক্সে আসছে ‘সিসামি স্ট্রিট’
ভিয়েতনামে ‘ট্রাম্প টাওয়ার’ নির্মাণে আগ্রহী ট্রাম্প অর্গানাইজেশন
‘কিয়েভ আমাদের হওয়া উচিত’: পুতিন-ট্রাম্প ফোনালাপের পর আত্মবিশ্বাসী রুশ জনগণ
ইউকে-তে ১৫ মাসের মধ্যে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ: বাড়তি জ্বালানি ও পানির বিলের ফল
যুক্তরাষ্ট্রে আইন পাসের প্রত্যাশায় বিটকয়েনের রেকর্ড মূল্যবৃদ্ধি
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর নেতাদের আতিথেয়তা দেবে চীন, ঘনিষ্ঠ সম্পর্কের উদ্যোগ
গবেষণা / মাইক্রোসফটের এআই-ভিত্তিক আবহাওয়া পূর্বাভাস: দ্রুত, সাশ্রয়ী ও অধিক সঠিক
১০