বগুড়ায় ব্যবসায়ীর পেট থেকে ১৩ প্যাকেট ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ২০:৩২
বগুড়ায় ব্যবসায়ীর পেট থেকে ১৩ প্যাকেট ইয়াবা উদ্ধার। ছবি: বাসস

বগুড়া, ১১ এপ্রিল, ২০২৫ (বাসস) : বগুড়ায় অভিনব কায়দায় পেটের ভিতরে ইয়াবা বহন করার সময় এক মাদক কারবারিসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এসময় স্বীকারোক্তি অনুযায়ী মূল আসামির পেট থেকে এখন পর্যন্ত ১৩টি প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাকি ২১টি প্যাকেট বের করার জন্য মেডিসিন থেরাপি প্রক্রিয়া চলছে।

শুক্রবার সকালে বগুড়ার চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।

গ্রেফতার হওয়া মূল আসামির নাম মো. আলম (৪০)। তিনি জয়পুরহাট জেলার কালাই থানার জামুড়া গ্রামের মো. সামাদের ছেলে। তার পেটের ভেতরে ৩৪টি প্যাকেট মোট ১ হাজার ৭০০ পিস ইয়াবা ঢুকিয়ে টেকনাফ থেকে বাসে করে বগুড়ায় নিয়ে আসছিলেন।

আটককৃত অপর দুইজন সহযোগী হলেন মো. আপেল (৩৫) ও তার স্ত্রী মোছা. স্মৃতি বেগম (৩০)। তারা দু’জনেই বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায় জনৈক পারভীনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। আপেলের পিতার নাম মৃত তৈমুর এবং স্মৃতির পিতার নাম মো. জাহাঙ্গীর আলম। তাদের স্থায়ী ঠিকানা শহরের আটাপাড়া এলাকায়।

জেলা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর আবু জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আলমের পেট থেকে এখন পর্যন্ত ১৩টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়েছে। বিশেষ চিকিৎসকের সহায়তায় অবশিষ্ট প্যাকেটগুলো উদ্ধারে প্রক্রিয়া চলছে। পাশাপাশি আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০