যুক্তরাজ্য বিএনপি নেতা কামরুজ্জামানের আগমনে দিনাজপুরে উজ্জীবিত নেতা-কর্মীরা

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৪:৫২
যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। ছবি: বাসস

দিনাজপুর, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে নতুন বাংলাদেশে বিনির্মাণে, পরিচ্ছন্ন রাজনৈতিক অঙ্গনে ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে প্রচারণা চালাচ্ছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।

তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার কামরুজ্জামান বলেছেন, দীর্ঘ সময় পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একদিকে নেতা-কর্মীদের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব-বিবাদ সৃষ্টি হয়েছে, অপরদিকে কতিপয় অসাধু ব্যক্তি দলের নাম ব্যবহার করে নিজ স্বার্থ চরিতার্থ করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এই কারণে তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য প্রচারণা শুরু করছেন।

শনিবার দুপুর ১২টায় দিনাজপুর জেলা ও ফুলবাড়ী উপজেলার দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় ব্যারিস্টার কামরুজ্জামান তার বক্তব্যে এ কথা বলেন।

এদিকে দিনাজপুরে তার আগমনে উজ্জীবিত হয়ে উঠেছে নেতৃত্বের দ্বন্দ্বে বিভক্ত হয়ে পড়া জেলার ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলাসহ দিনাজপুর জেলা বিএনপি। ব্যারিস্টার কামরুজ্জামানের সাথে ৩১ দফা কর্মসূচির গণসংযোগে উভয় পক্ষের মূলধারার নেতা-কর্মীরা একই সাথে অংশগ্রহণ করায় বিষয়টিকে আশার প্রদীপ প্রজ্বলন হিসেবে দেখছেন গ্রাম অঞ্চলে তৃণমূল বিএনপি’র নেতা-কর্মী ও সমর্থকরা।

ব্যারিস্টার কামরুজ্জামান দিনাজপুর-৫ আসনের ফুলবাড়ী ও পার্বতীপুর এলাকায় গণসংযোগ করলেও এর প্রভাব পড়েছে দিনাজপুর জেলাসহ অনান্য উপজেলাগুলোতে।

তৃণমূলের কর্মী ও সমর্থকগণ বলছেন, দীর্ঘ সময় আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অপকর্ম ও স্বেচ্ছাচারিতার কারণে বিএনপি’র প্রতি সাধারণ মানুষের একটি আস্থা তৈরি হয়েছিল। এরমধ্যে একজন পরিচ্ছন্ন ইমেজের মেধাবী রাজনৈতিক নেতা ব্যারিস্টার কামরুজ্জামানের আগমনে তা আরো দৃঢ় হতে শুরু করেছে। এখন ব্যারিস্টার কামরুজ্জামানের মাধ্যমে নতুন করে আশার আলো দেখছেন তারা।

এ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস সালাম বলেন, গত ৫ আগস্টের পর কতিপয় অসাধু ব্যক্তি বিভাজন সৃষ্টি করায় কোণঠাসা হয়ে পড়েছিল দলের মূলধারার নেতাকর্মীরা। কিন্তু ব্যারিস্টার ফুলবাড়ীতে আসার পর থেকে তিনি দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন। এটি সবাইকে নতুনভাবে উজ্জীবিত করছে।

এদিকে দিনাজপুর জেলা বিএনপি’র সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক বকতিয়ার আহম্মেদ কচি বলেন, ব্যারিস্টার কামরুজ্জামান তারেক রহমানের সহচর। সাধারণ নেতাকর্মীরা ব্যারিস্টার কামরুজ্জানের কণ্ঠে তারেক রহমানের প্রতিধ্বনি শুনতে পায়। দিনাজপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলার উন্নয়নের একমাত্র রূপকার বেগম খুরশিদ জাহান হকের মৃত্যুর পর জেলার উন্নয়নের প্রদীপ নিভে গিয়েছিল। তিনি আশা করেন ব্যারিস্টার কামরুজ্জামানের হাত ধরে সেই উন্নয়নের প্রদীপ আবারো জ্বলে উঠবে।

ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, আগামী জাতীয় নির্বাচনে কে প্রার্থী হবে সেটি বড় বিষয় নয়, কিন্তু আগামীর জন্য নেতা-কর্মীদের একত্রিত শক্তিশালী করতে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ ধারা সংস্কার কর্মসূচি সাধারণ জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে তিনি ৩১ দফা কর্মসূচির গণসংযোগ করছেন।

তিনি বলেন, বাংলাদেশে বসবাসরত সকল মানুষকে এক ছাতার মধ্যে নিয়ে এসে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের জন্য স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। আগামীতেও সকল ধর্ম ও বর্ণের মানুষকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি সকল মানুষকে সাথে নিয়ে দেশ গঠন করবে। এ জন্য তিনি সকলে এগিয়ে এসে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য তিনি আহ্বান জানান

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০