রাঙ্গামাটি, ১২ এপ্রিল, ২০২৫(বাসস) : বাংলা নববর্ষ ১৪৩২ এবং বিজু, সাংগ্রাই, সাংক্রাণ, বৈসুক, বিষু, বিহু, সুষ্ঠু ভাবে উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে , ১৪ এপ্রিল সকাল ৮টায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে লোকজ মেলার উদ্বোধন, সকাল ৮টা ৪০ মিনিটে জেলা প্রশাসনের কার্যালয় সংলগ্ন মুক্তিযোদ্ধা শহীদ এম আব্দুল আলী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, একই দিনে সুবিধাজনক সময়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় বাংলা নববর্ষ উদযাপন, সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট যাদুঘর সবার জন্য উন্মুক্ত। জেলা কারাগার, হাসপাতাল শিশু সদন ও শিশু পরিবারে স্ব-স্ব ব্যবস্থাপনায় উন্নতমানের ঐতিহ্যবাহী বাংলা খবার পরিবেশনের ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে ১০ এপ্রিল রাঙ্গামাটি জেলা শিশুকলা একাডেমিতে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ জেলা সরকারী গণগ্রন্থাগারে কুইজ প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয় বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন।