বাগেরহাট, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস): মোংলার জয়মনির গোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গতকাল শুক্রবার একটি হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার করেছে হারবারিয়া কোস্ট গার্ড স্টেশন এর সদস্যরা।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন আজ বাসস’কে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টায় অভিযানটি পরিচালনা করা হয়। চামড়া ও মাংসের সাথে এসময় ঘটনাস্থল থেকে শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
জব্দকৃত হরিণের চামড়া, মাংস এবং কাঠের বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নন্দবালা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে । দ্রুত এরসাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।