মোংলায় ২৪ কেজি হরিণের মাংস উদ্ধার

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৬:০৬
মোংলায় বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার একটি হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার করে হারবারিয়া কোস্ট গার্ড স্টেশন এর সদস্যরা। ছবি: বাসস

বাগেরহাট, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস): মোংলার জয়মনির গোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গতকাল শুক্রবার একটি হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার করেছে হারবারিয়া কোস্ট গার্ড স্টেশন এর সদস্যরা।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন আজ বাসস’কে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টায় অভিযানটি পরিচালনা করা হয়। চামড়া ও মাংসের সাথে এসময় ঘটনাস্থল থেকে শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

জব্দকৃত হরিণের চামড়া, মাংস এবং কাঠের বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নন্দবালা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে । দ্রুত এরসাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক 
চাঁদপুরে জব্দকৃত ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড
বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে : ধর্ম উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার 
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
১০