সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ১৪

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৬:২৮
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ইউসুফ আলম ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হাজানুজ্জামান গ্রেফতার। ছবি: বাসস

সাতক্ষীরা, ১২ এপ্রিল, (বাসস) : জেলায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা, অপহরণ ও হত্যাসহ বিভিন্ন মামলায় আওয়ামী লীগ নেতা ইউসুফ আলম ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হাজানুজ্জামানসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাদেরকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার  করা হয়। 

গ্রেফতারকৃত ইউসুফ আলম জেলা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের মৃত সোনা উল্লাহর ছেলে। তিনি কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এদিকে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হাজানুজ্জামান একই উপজেলার জাহানাবাজ এলাকার কাউসার আলীর ছেলে। তিনি সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল।

এর মধ্যে আওয়ামীলীগ নেতা ইউসুফ আলমকে সদর থানার একটি অপহরণ ও হত্যা মামলায় গ্রেফতার  করা হয়। এছাড়া, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হাজানুজ্জামানকে একটি নাশকতা মামলায় গ্রেফতার  করা হয়। 

এছাড়া গ্রেফতারকৃত অন্যান্য আসামীদের মধ্যে জেলা সদর থানা থেকে দুই জন, কলারোয়া থানা থেকে এক জন, তালা থেকে দুই জন, কালিগঞ্জ থেকে তিন জন, শ্যামনগর থেকে দুই জন, পাটকেলঘাটা থেকে এক জন ও দেবহাটা থানা থেকে একজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়।  

জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সদর থানার অপহরণ ও হত্যা মামলার এজাহার নামীয় আসামী আওয়ামীলীগ নেতা ইউসুফ আলমকে তার নিজ বাড়ি থেকে এবং নাশকতা মামলার আসামী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হাজানুজ্জামনকে ব্রহ্মরাজপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারকৃত অন্যান্য আসামীদেরকে জেলার বিভিন্ন থানা থেকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০