নাটোরে তিনদিন ব্যাপী রোভার মেট প্রশিক্ষণ 

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৭:২১
নাটোরে তিনদিন ব্যাপী রোভার মেট প্রশিক্ষণ। ছবি: বাসস

নাটোর, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ সেবা ও সখ্যতার পরিধি বৃদ্ধির প্রত্যয়ে মহা তাঁবু জলসা আয়োজনের মাধ্যমে ১৫ জেলার রোভার দলের অংশগ্রহণে কোর্স ফর রোভার মেট প্রশিক্ষণ আজ শেষ হচ্ছে।

তিনদিন ব্যাপী রোভার মেট প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১৯টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫০জন রোভার অংশগ্রহণ করেন।

আজ শনিবার জেলা রোভারের ভারপ্রাপ্ত সম্পাদক মো. জাকিরুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে স্কাউটস ভবনে আয়োজিত প্রশিক্ষণে মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার প্রশিক্ষণার্থীবৃন্দ স্ব স্ব ক্যাম্পাসে ফিরে যাবেন।

প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন সকালে বিপি পিটি, ফ্লাগ প্যারেড, জাতীয় সংগীত এবং শপথ পাঠের মাধ্যমে প্রতিদিনের সূচনা হয়। সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের বিকাশ এবং সমসাময়িক বিভিন্ন ইস্যুতে তিনদিনের প্রশিক্ষণে রোভারবৃন্দ ১২টি সেশনে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মুমিন জানান, রোভার মেট প্রশিক্ষণে এসে স্কাউটস্ সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন। ক্যাম্পাসে ফিরে দলের রোভার সদস্যদের প্রশিক্ষণলব্দ জ্ঞান অবগত করবেন। 

নাটোর জেলা রোভারের কমিশনার ড. মো. আল আমিন ইসলাম বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে রোভারদের সাংগঠনিক দক্ষতা ও চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পাবে।

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে জীবন হয় সুন্দর। নিজেকে সুন্দর করে গড়ে তুলতে পারলে আলোকিত হবে সমাজ, সমৃদ্ধ হবে দেশ। এ প্রশিক্ষণ রোভারদের উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০