নাটোরে তিনদিন ব্যাপী রোভার মেট প্রশিক্ষণ 

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৭:২১
নাটোরে তিনদিন ব্যাপী রোভার মেট প্রশিক্ষণ। ছবি: বাসস

নাটোর, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ সেবা ও সখ্যতার পরিধি বৃদ্ধির প্রত্যয়ে মহা তাঁবু জলসা আয়োজনের মাধ্যমে ১৫ জেলার রোভার দলের অংশগ্রহণে কোর্স ফর রোভার মেট প্রশিক্ষণ আজ শেষ হচ্ছে।

তিনদিন ব্যাপী রোভার মেট প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১৯টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫০জন রোভার অংশগ্রহণ করেন।

আজ শনিবার জেলা রোভারের ভারপ্রাপ্ত সম্পাদক মো. জাকিরুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে স্কাউটস ভবনে আয়োজিত প্রশিক্ষণে মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার প্রশিক্ষণার্থীবৃন্দ স্ব স্ব ক্যাম্পাসে ফিরে যাবেন।

প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন সকালে বিপি পিটি, ফ্লাগ প্যারেড, জাতীয় সংগীত এবং শপথ পাঠের মাধ্যমে প্রতিদিনের সূচনা হয়। সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের বিকাশ এবং সমসাময়িক বিভিন্ন ইস্যুতে তিনদিনের প্রশিক্ষণে রোভারবৃন্দ ১২টি সেশনে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মুমিন জানান, রোভার মেট প্রশিক্ষণে এসে স্কাউটস্ সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন। ক্যাম্পাসে ফিরে দলের রোভার সদস্যদের প্রশিক্ষণলব্দ জ্ঞান অবগত করবেন। 

নাটোর জেলা রোভারের কমিশনার ড. মো. আল আমিন ইসলাম বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে রোভারদের সাংগঠনিক দক্ষতা ও চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পাবে।

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে জীবন হয় সুন্দর। নিজেকে সুন্দর করে গড়ে তুলতে পারলে আলোকিত হবে সমাজ, সমৃদ্ধ হবে দেশ। এ প্রশিক্ষণ রোভারদের উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক 
চাঁদপুরে জব্দকৃত ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড
বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে : ধর্ম উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার 
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
১০