নওগাঁয় ছাত্রদলের কর্মশালা

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৭:৩৩
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় ছাত্রদল ও উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শনবিার এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

নওগাঁ, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার বদলগাছী উপজেলা ছাত্রদল ও উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আজ এক প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের বাসভবনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদলগাছী সরকারী কলেজের আয়োজনে ও ওই কলেজের আহবায়ক প্রতীক  হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার মাহমুদ ও জামিল হোসেন মুরসালিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা।

এছাড়া কর্মশালায় বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী (জিএস স্যান্ডো), সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওগাঁ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বদলগাছী উপজেলা ছাত্রদল ও উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৬০জন অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে বিজয়ী ৩০জনকে বই উপহার দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক 
চাঁদপুরে জব্দকৃত ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড
বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে : ধর্ম উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার 
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
১০