সিলেটে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ পাঁচ জন আটক

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৭:৩৮

সিলেট, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : সিলেটে ৭ হাজার ৮৩৯ পিস ইয়াবা এবং ২০৭ বোতল ফেনসিডিলসহ পাঁচ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। আজ শনিবার র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, বিয়ানীবাজার থানার চারখাই বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮৩৯ পিস ইয়াবা উদ্ধারসহ মো. মিনু মিয়া (৬০) নামের এক জনকে আটক করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার ছবড়িয়া গ্রামের বাসিন্দা।

গোয়াইনঘাট থানার টিকর নয়াখেল এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় আব্দুল আহাদ (২৫) নামের এক যুবককে। তিনি নয়াখেল এলাকার বাসিন্দা।

এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০৭ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় তিনজনকে। তারা হলেন- রায়হান মিয়া (৩৪), হারুন অর রশিদ (৪৪) ও আরিফ মিয়া (৩৫)। তারা সবাই নরসিংদী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের অভিযানে ১,৬৬২ জন  গ্রেফতার 
বাংলাদেশ-উজবেকিস্তান গবেষণা সহযোগিতা জোরদারে বৈঠক
চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের চেষ্টাকালে তিনজন আটক
সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট টিম: কাল থেকে অনুশীলন
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ২০ জন
অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ
ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি জটিলতা : সমাধান চায় ডিকেআইবি
ডেঙ্গুতে আজ ৪৩০ জন আক্রান্ত
১০