সিলেটে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ পাঁচ জন আটক

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৭:৩৮

সিলেট, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : সিলেটে ৭ হাজার ৮৩৯ পিস ইয়াবা এবং ২০৭ বোতল ফেনসিডিলসহ পাঁচ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। আজ শনিবার র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, বিয়ানীবাজার থানার চারখাই বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮৩৯ পিস ইয়াবা উদ্ধারসহ মো. মিনু মিয়া (৬০) নামের এক জনকে আটক করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার ছবড়িয়া গ্রামের বাসিন্দা।

গোয়াইনঘাট থানার টিকর নয়াখেল এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় আব্দুল আহাদ (২৫) নামের এক যুবককে। তিনি নয়াখেল এলাকার বাসিন্দা।

এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০৭ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় তিনজনকে। তারা হলেন- রায়হান মিয়া (৩৪), হারুন অর রশিদ (৪৪) ও আরিফ মিয়া (৩৫)। তারা সবাই নরসিংদী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০