সিকৃবি’তে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৭:৫০ আপডেট: : ১২ এপ্রিল ২০২৫, ১৮:০৭
শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । ছবি : বাসস

সিলেট, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ (সিকৃবি) দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ৬৬ দশমিক ৪৫ শতাংশ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ।

আজ বিকেল ৩টা থেকে চারটা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৬ হাজার ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে সকাল থেকেই সিকৃবি ক্যাম্পাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা অভিভাবকসহ উপস্থিত হন। পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

তিনি গণমাধ্যমকে জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত, এ বছর ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০ জন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে ।

ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১৬ প্রকাশিত হবে বলে জানিয়েছে জনসংযোগ বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চীন-আফগানিস্তান-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত
শুক্রবার রোমে ইরান-যুক্তরাষ্ট্র ৫ম দফা পারমাণবিক আলোচনা
অস্ট্রেলিয়ার বন্যায় একজনের মৃত্যু, প্রায় ৫০ হাজার মানুষ যোগােযোগ-বিচ্ছিন্ন
ভেনিজুয়েলায় বিতর্কিত নির্বাচন: সংসদ নিয়ন্ত্রণে রাখতে মাদুরোর প্রচেষ্টা
কিউবার 'ফুস্তারের রাজ্য’: জেলেপাড়া থেকে মোজাইকে মোড়া রূপকথার শিল্পপুরী
ফৌজদারি মামলা পরিচালনা বিষয়ে আইনজীবীদের প্রশিক্ষণ দিল ডুলা
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা: ছাদে আটকা পড়েছে বহু মানুষ
লেবাননে আব্বাস-আউন বৈঠক: অস্ত্র শুধু রাষ্ট্রের নিয়ন্ত্রণেই থাকা উচিত
কারদাশিয়ানকে জিম্মি করে ডাকাতি : মূল হোতার ১০ বছর কারাদণ্ড চেয়েছে ফরাসি রাষ্ট্রপক্ষ
ট্রাম্প-পুতিন ফোনালাপের পরও রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি অধরা
১০