সিলেটে এক কোটি ২৮ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৭:৫২

সিলেট, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা এক কোটি ২৮ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোররাতে জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন বিওপি’র সদস্যরা এই অভিযান চালান।
বিজিবি সিলেট ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লবিয়া, নোয়াকোট, কালাইরাগ, বিছনাকান্দি, সোনারহাট, পান্থুমাই, প্রতাপপুর, উৎমা, শ্রীপুর এবং সংগ্রাম বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এসময় বিপুল পরিমাণে ভারতীয় সানগ্লাস, গরু, চিনি, চকলেট, হেয়ার ওয়েল, আইবল ক্যান্ডি, জুস, সাবান, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং চোরাচালান মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করা হয়।

জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ২৮ লাখ ৫ হাজার ৯০০ টাকা বলে জানায় বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে আজ শনিবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়। এসব পণ্য বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০