সিলেটে এক কোটি ২৮ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৭:৫২

সিলেট, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা এক কোটি ২৮ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোররাতে জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন বিওপি’র সদস্যরা এই অভিযান চালান।
বিজিবি সিলেট ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লবিয়া, নোয়াকোট, কালাইরাগ, বিছনাকান্দি, সোনারহাট, পান্থুমাই, প্রতাপপুর, উৎমা, শ্রীপুর এবং সংগ্রাম বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এসময় বিপুল পরিমাণে ভারতীয় সানগ্লাস, গরু, চিনি, চকলেট, হেয়ার ওয়েল, আইবল ক্যান্ডি, জুস, সাবান, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং চোরাচালান মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করা হয়।

জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ২৮ লাখ ৫ হাজার ৯০০ টাকা বলে জানায় বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে আজ শনিবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়। এসব পণ্য বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক 
চাঁদপুরে জব্দকৃত ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড
বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে : ধর্ম উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার 
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
১০