সিলেটে এক কোটি ২৮ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৭:৫২

সিলেট, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা এক কোটি ২৮ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোররাতে জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন বিওপি’র সদস্যরা এই অভিযান চালান।
বিজিবি সিলেট ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লবিয়া, নোয়াকোট, কালাইরাগ, বিছনাকান্দি, সোনারহাট, পান্থুমাই, প্রতাপপুর, উৎমা, শ্রীপুর এবং সংগ্রাম বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এসময় বিপুল পরিমাণে ভারতীয় সানগ্লাস, গরু, চিনি, চকলেট, হেয়ার ওয়েল, আইবল ক্যান্ডি, জুস, সাবান, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং চোরাচালান মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করা হয়।

জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ২৮ লাখ ৫ হাজার ৯০০ টাকা বলে জানায় বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে আজ শনিবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়। এসব পণ্য বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০