ঝিনাইদহে মহিলা দলের কর্মী সভা

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৮:৩২
শনিবার ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

ঝিনাইদহ, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার হরিণাকুণ্ডু উপজেলায় আজ জাতীয়তাবাদী মহিলা দলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বেলা ১১টায় হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এম এ মজিদ।

হরিণাকুণ্ডু উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছা. সেলিনা খাতুনের সভাপতিত্বে ও পৌর মহিলা দলের আহ্বায়ক মোছা. রেহেনা আক্তারের সঞ্চালনায় এ কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি ও সাধারণ সম্পাদক তহুরা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান প্রমুখ।

হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এ কর্মী সভায় বিভিন্ন ইউনিয়নের পাঁচ শতাধিক নারী কর্মী অংশ নেন।

কর্মী সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মহিলা দলের কর্মীরা বক্তব্য রাখেন। এসময় মহিলা দলের বিভিন্ন ইউনিটের ভবিষ্যৎ কর্মপদ্ধতি, সাংগঠনিক তৎপরতা ও নির্বাচন কেন্দ্রীক সার্বিক প্রস্তুতি বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০