ঝিনাইদহে মহিলা দলের কর্মী সভা

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৮:৩২
শনিবার ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

ঝিনাইদহ, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার হরিণাকুণ্ডু উপজেলায় আজ জাতীয়তাবাদী মহিলা দলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বেলা ১১টায় হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এম এ মজিদ।

হরিণাকুণ্ডু উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছা. সেলিনা খাতুনের সভাপতিত্বে ও পৌর মহিলা দলের আহ্বায়ক মোছা. রেহেনা আক্তারের সঞ্চালনায় এ কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি ও সাধারণ সম্পাদক তহুরা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান প্রমুখ।

হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এ কর্মী সভায় বিভিন্ন ইউনিয়নের পাঁচ শতাধিক নারী কর্মী অংশ নেন।

কর্মী সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মহিলা দলের কর্মীরা বক্তব্য রাখেন। এসময় মহিলা দলের বিভিন্ন ইউনিটের ভবিষ্যৎ কর্মপদ্ধতি, সাংগঠনিক তৎপরতা ও নির্বাচন কেন্দ্রীক সার্বিক প্রস্তুতি বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক 
চাঁদপুরে জব্দকৃত ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড
বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে : ধর্ম উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার 
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
১০