আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা ও দায়িত্বশীলতার আহ্বান

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৯:০৮

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা অবলম্বন করতে ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানা স্বাক্ষরিত আজ এক প্রেস রিলিজে এ আহ্বান জানানো হয়।

প্রেস রিলিজে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন ও প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, ‘আমরা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে উক্ত সংবাদ প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এবং একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা অবলম্বন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গত ১০ এপ্রিল চিফ প্রসিকিউটর যে বক্তব্য প্রদান করেছেন তা একটি সংবাদ মাধ্যম বিকৃতভাবে উপস্থাপন করেছেন। 

চিফ প্রসিকিউটরের উদ্ধৃতি দিয়ে ‘সঠিক বিচার করলে বাহিনীগুলোর সিনিয়র জেনারেলের সংখ্যা থাকবে না’ মর্মে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা নিতান্ত বিভ্রান্তিকর, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। 

প্রকৃতপক্ষে তিনি এ ধরণের কোনো বক্তব্য প্রদান করেননি বরং সংশ্লিষ্ট প্রতিবেদক বক্তব্যের কন্টেন্ট বুঝতে না পেরে বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।

প্রেস রিলিজে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে ওই সংবাদ প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা অবলম্বন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০