আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা ও দায়িত্বশীলতার আহ্বান

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৯:০৮

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা অবলম্বন করতে ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানা স্বাক্ষরিত আজ এক প্রেস রিলিজে এ আহ্বান জানানো হয়।

প্রেস রিলিজে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন ও প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, ‘আমরা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে উক্ত সংবাদ প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এবং একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা অবলম্বন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গত ১০ এপ্রিল চিফ প্রসিকিউটর যে বক্তব্য প্রদান করেছেন তা একটি সংবাদ মাধ্যম বিকৃতভাবে উপস্থাপন করেছেন। 

চিফ প্রসিকিউটরের উদ্ধৃতি দিয়ে ‘সঠিক বিচার করলে বাহিনীগুলোর সিনিয়র জেনারেলের সংখ্যা থাকবে না’ মর্মে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা নিতান্ত বিভ্রান্তিকর, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। 

প্রকৃতপক্ষে তিনি এ ধরণের কোনো বক্তব্য প্রদান করেননি বরং সংশ্লিষ্ট প্রতিবেদক বক্তব্যের কন্টেন্ট বুঝতে না পেরে বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।

প্রেস রিলিজে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে ওই সংবাদ প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা অবলম্বন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০