আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা ও দায়িত্বশীলতার আহ্বান

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৯:০৮

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা অবলম্বন করতে ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানা স্বাক্ষরিত আজ এক প্রেস রিলিজে এ আহ্বান জানানো হয়।

প্রেস রিলিজে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন ও প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, ‘আমরা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে উক্ত সংবাদ প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এবং একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা অবলম্বন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গত ১০ এপ্রিল চিফ প্রসিকিউটর যে বক্তব্য প্রদান করেছেন তা একটি সংবাদ মাধ্যম বিকৃতভাবে উপস্থাপন করেছেন। 

চিফ প্রসিকিউটরের উদ্ধৃতি দিয়ে ‘সঠিক বিচার করলে বাহিনীগুলোর সিনিয়র জেনারেলের সংখ্যা থাকবে না’ মর্মে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা নিতান্ত বিভ্রান্তিকর, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। 

প্রকৃতপক্ষে তিনি এ ধরণের কোনো বক্তব্য প্রদান করেননি বরং সংশ্লিষ্ট প্রতিবেদক বক্তব্যের কন্টেন্ট বুঝতে না পেরে বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।

প্রেস রিলিজে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে ওই সংবাদ প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাবধানতা অবলম্বন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০