ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৯:১৬

ফেনী, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার ফুলগাজী উপজেলায় আজ বাসের নিচে চাপা পড়ে তাসিন উদ্দিন (১৪) নামে সাইকেল আরোহী এক স্কুল ছাত্র নিহত হয়েছে। 

আজ শনিবার সকাল ১০টার দিকে ফুলগাজী উপজেলায় ফেনী- পরশুরাম প্রধান সড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসিন উদ্দিন ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বাসুরা গ্রামের প্রবাসী জাফর মিয়ার ছেলে। তাসিন উদ্দিন উপজেলার কিসমত বিজয়পুর এলাকার মামার বাড়িতে থেকে পড়াশোনা করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়ার শেষে নিজে সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল তাসিন উদ্দিন। পথিমধ্যে ফেনী- পরশুরাম প্রধান সড়কের ফুলগাজীর কলাবাগান এলাকায় পরশুরাম থেকে ফেনীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাসিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্কুল শিক্ষার্থী তাসিন উদ্দিন নিহত হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

বাস চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত স্কুল শিক্ষার্থী তাসিন উদ্দিনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের অভিযানে ১,৬৬২ জন  গ্রেফতার 
বাংলাদেশ-উজবেকিস্তান গবেষণা সহযোগিতা জোরদারে বৈঠক
চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের চেষ্টাকালে তিনজন আটক
সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট টিম: কাল থেকে অনুশীলন
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ২০ জন
অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ
ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি জটিলতা : সমাধান চায় ডিকেআইবি
ডেঙ্গুতে আজ ৪৩০ জন আক্রান্ত
১০