ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৯:১৬

ফেনী, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার ফুলগাজী উপজেলায় আজ বাসের নিচে চাপা পড়ে তাসিন উদ্দিন (১৪) নামে সাইকেল আরোহী এক স্কুল ছাত্র নিহত হয়েছে। 

আজ শনিবার সকাল ১০টার দিকে ফুলগাজী উপজেলায় ফেনী- পরশুরাম প্রধান সড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসিন উদ্দিন ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বাসুরা গ্রামের প্রবাসী জাফর মিয়ার ছেলে। তাসিন উদ্দিন উপজেলার কিসমত বিজয়পুর এলাকার মামার বাড়িতে থেকে পড়াশোনা করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়ার শেষে নিজে সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল তাসিন উদ্দিন। পথিমধ্যে ফেনী- পরশুরাম প্রধান সড়কের ফুলগাজীর কলাবাগান এলাকায় পরশুরাম থেকে ফেনীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাসিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্কুল শিক্ষার্থী তাসিন উদ্দিন নিহত হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

বাস চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত স্কুল শিক্ষার্থী তাসিন উদ্দিনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০