ফেনী, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার ফুলগাজী উপজেলায় আজ বাসের নিচে চাপা পড়ে তাসিন উদ্দিন (১৪) নামে সাইকেল আরোহী এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে ফুলগাজী উপজেলায় ফেনী- পরশুরাম প্রধান সড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসিন উদ্দিন ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বাসুরা গ্রামের প্রবাসী জাফর মিয়ার ছেলে। তাসিন উদ্দিন উপজেলার কিসমত বিজয়পুর এলাকার মামার বাড়িতে থেকে পড়াশোনা করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়ার শেষে নিজে সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল তাসিন উদ্দিন। পথিমধ্যে ফেনী- পরশুরাম প্রধান সড়কের ফুলগাজীর কলাবাগান এলাকায় পরশুরাম থেকে ফেনীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাসিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্কুল শিক্ষার্থী তাসিন উদ্দিন নিহত হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাস চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত স্কুল শিক্ষার্থী তাসিন উদ্দিনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।