ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৯:১৬

ফেনী, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার ফুলগাজী উপজেলায় আজ বাসের নিচে চাপা পড়ে তাসিন উদ্দিন (১৪) নামে সাইকেল আরোহী এক স্কুল ছাত্র নিহত হয়েছে। 

আজ শনিবার সকাল ১০টার দিকে ফুলগাজী উপজেলায় ফেনী- পরশুরাম প্রধান সড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসিন উদ্দিন ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বাসুরা গ্রামের প্রবাসী জাফর মিয়ার ছেলে। তাসিন উদ্দিন উপজেলার কিসমত বিজয়পুর এলাকার মামার বাড়িতে থেকে পড়াশোনা করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়ার শেষে নিজে সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল তাসিন উদ্দিন। পথিমধ্যে ফেনী- পরশুরাম প্রধান সড়কের ফুলগাজীর কলাবাগান এলাকায় পরশুরাম থেকে ফেনীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাসিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্কুল শিক্ষার্থী তাসিন উদ্দিন নিহত হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

বাস চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত স্কুল শিক্ষার্থী তাসিন উদ্দিনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০