রাজশাহীর গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছে ছাগল পালন

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৯:৪৮
রাজশাহীর বরেন্দ্র অঞ্চল ও জেলা জুড়ে প্রান্তিক পরিবারগুলোতে ছাগল পালন। ছবি: বাসস

\ মো. আয়নাল হক \

রাজশাহী, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস): রাজশাহীর গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে, বিশেষ করে প্রান্তিক পরিবারগুলোতে ছাগল পালন উল্লেখযোগ্য অবদান রাখছে। এ অঞ্চলের বহু মানুষ বিভিন্ন জাতের ছাগল মোটাতাজা করে তাদের জীবিকা উন্নত করেছে।

বরেন্দ্র অঞ্চল ও জেলা জুড়ে ছাগল পালন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। গরু ও ভেড়া মোটাতাজাকরণের পাশাপাশি অনেক সুবিধাবঞ্চিত পরিবার আয়ের টেকসই উৎস হিসেবে ছাগল পালনের দিকে ঝুঁকছে।

জেলা প্রাণিসম্পদ অফিসের তথ্য অনুসারে, জেলায় ছাগল মোটাতাজাকরণ খামারের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে এবং এ বছর মোট ছাগলের সংখ্যা ৫.২৬ লক্ষে পৌঁছেছে- যা গত বছরের তুলনায় এক লাখ বেশি।

বিভিন্ন জাতের ছাগল পালন- বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল কেবল গ্রামীণ সম্প্রদায়ের মধ্যেই অর্থনৈতিক স্বনির্ভরতাই নয়, প্রোটিনের ক্রমবর্ধমান চাহিদা পূরণেও অবদান রাখছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পশুচিকিৎসা ও প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক জালাল সরদার বলেন, অনেক তৃণমূল পরিবার ঐতিহ্যবাহী পদ্ধতিতে বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রজাতির ছাগল, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল পালন করছে। তারা তাদের উদ্যোগে বেশ সফল এবং প্রতি বছর বিপুল মুনাফা অর্জন করছে।

ব্ল্যাক বেঙ্গল শীর্ষ পাঁচটি মাংস উৎপাদনকারী জাতের মধ্যে একটি। এর উচ্চ প্রজনন হার, সুস্বাদু মাংস ও চামড়া আন্তর্জাতিক মানের। 

তিনি আরও বলেন, এটি দারিদ্র্য বিমোচনের একটি কার্যকর হাতিয়ার।

প্রফেসর জালাল বলেন, গ্রামবাসীরা এখন খড়, গুড়, তেলের খোসা, ছোলা, সবুজ ঘাস ও গমের ভুসির মতো প্রাকৃতিক খাদ্য ব্যবহার করে ছাগল মোটাতাজা করছে। তারা এখন আর ক্ষতিকারক স্টেরয়েড ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করে না। তিনি এই সম্ভাবনাময় ক্ষেত্রটি সম্প্রসারণে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যাপক প্রচার, উন্নত প্রজনন পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ ও আরও প্রদর্শনী খামার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। 

তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালনের ওপর দক্ষ জনবল ও সচেতনতামূলক কর্মসূচির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সরকারি চাকরি না পেয়ে, বাগমারা উপজেলার দৌলতপুর গ্রামের স্নাতক পাশ দম্পতি সোহেল রানা ও তার স্ত্রী রিমা খাতুন প্রায় সাত বছর আগে তাদের বাড়িতে ছাগল পালন শুরু করেন।

তারা এখন তাদের বাড়ির পাশে একটি ছাগল মোটাতাজাকরণ খামার পরিচালনা করছেন।

সোহেল বাসসকে বলেন, ‘এই বছর আমরা প্রায় ২ লাখ টাকায় ৪০টি ছাগল কিনেছি। আমরা ইতোমধ্যেই ১ লাখ ৮০ হাজার টাকায় আটটি ছাগল বিক্রি করেছি ও বাকি ছাগল থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা লাভ হবে বলে আশা করছি।’

রাষ্ট্রীয় মালিকানাধীন দারিদ্র্য বিমোচনকারী সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সাতাফুল বাংলাদেশসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে সহযোগিতায় কৃষকদের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছে।

সাতাফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লা বলেন, তারা ছাগল খামার প্রতিষ্ঠার জন্য গ্রাম পর্যায়ের উদ্যোক্তাদের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন এবং এতে অনেক সুবিধাভোগী স্বাবলম্বী হয়েছেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আতোয়ার রহমান বলেন, সরকার সারা দেশে সাতটি সরকারি ছাগল খামার আধুনিকীকরণ করেছে, যার মধ্যে রাজশাহীর একটিও রয়েছে। এই সুবিধাগুলির মধ্যে রয়েছে উন্নত অফিস, আবাসন ব্যবস্থা, গুদাম, নিষ্কাশন ব্যবস্থা, ডুবন্ত বাথ, সার তৈরির ইউনিট ও গভীর নলকূপ।

ড. আতোয়ার বলেন, তারা প্রদর্শনী খামার স্থাপন, দক্ষ জনবল তৈরি ও জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে। উপজেলা পর্যায়ে সরকার পরিচালিত উন্নয়ন খামার থেকে কৃষকরাও উন্নতমানের ছাগল পাচ্ছে।

গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িতে অবস্থিত রাজশাহী ছাগল উন্নয়ন খামার এই প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে। এটি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন সম্প্রসারণ, প্রান্তিক পরিবারের মধ্যে দক্ষতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়নকে সমর্থন, জৈব-নিরাপত্তা ও টেকসই পশুপালন উন্নয়নের ওপর দৃষ্টি নিবদ্ধ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০