সিভাসু’তে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৯:৫৫
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। ছবি: সংগৃহীত

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শনিবার বিকাল ৩টায় সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামে ‘চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)’ এবং এর অধীন চারটি উপকেন্দ্র : ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি), পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এবং পাহাড়তলী কলেজে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে সিভাসু’র বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

এবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। সিভাসু কেন্দ্রে বাকৃবি’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ উদ্দীন ভূঞা।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সিভাসু’র রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম বলেন, এবার সিভাসু কেন্দ্র এবং এর অধীন চারটি উপকেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৫৯৪ জন। উপস্থিত ছিল ৬ হাজার ৬৩৩ জন। উপস্থিতির হার ছিল ৮৭. ৩৪ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০