যুদ্ধ বন্ধের দাবিতে নতুনধারার গণস্বাক্ষর ও উঠান বৈঠক

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ২০:০৬
ছবি : বাসস

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : গাজাসহ সকল যুদ্ধ বন্ধের দাবিতে ‘নতুনধারা বাংলাদেশ’র উদ্যোগে বান্দরবানে ২ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে গণস্বাক্ষর ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বান্দরবানের সুয়ালেকের দলের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রেসিডিয়াম সদস্য কাজী মুন্নি আলম। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। 

মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল স্তরের মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করছে। এই গণস্বাক্ষরিত ডকুমেন্টসগুলো আমরা জাতিসংঘের ই-মেইলে প্রেরণ করবো এবং অনতিবিলম্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাই।

শান্তা ফারজানা বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে যেতে দেখতে চায়। নারী-পুরুষ নির্বিশেষে সারাদেশে সকলকে নিয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার লক্ষ্যে নতুনধারার নেতা-কর্মীরা দেশের মানুষকে সচেতন করছে। 

ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত এ বছর ১২ মার্চ থেকে ব্যতিক্রম এই কর্মসূচির মধ্য দিয়ে গাজাসহ সকল যুদ্ধ বন্ধের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও সচেতনতা তৈরি করছে। 

দুর্নীতি, অর্থ পাচার, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধসহ বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি যুদ্ধ বন্ধের দাবিতে এ গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০