যুদ্ধ বন্ধের দাবিতে নতুনধারার গণস্বাক্ষর ও উঠান বৈঠক

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ২০:০৬
ছবি : বাসস

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : গাজাসহ সকল যুদ্ধ বন্ধের দাবিতে ‘নতুনধারা বাংলাদেশ’র উদ্যোগে বান্দরবানে ২ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে গণস্বাক্ষর ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বান্দরবানের সুয়ালেকের দলের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রেসিডিয়াম সদস্য কাজী মুন্নি আলম। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। 

মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল স্তরের মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করছে। এই গণস্বাক্ষরিত ডকুমেন্টসগুলো আমরা জাতিসংঘের ই-মেইলে প্রেরণ করবো এবং অনতিবিলম্বে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাই।

শান্তা ফারজানা বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে যেতে দেখতে চায়। নারী-পুরুষ নির্বিশেষে সারাদেশে সকলকে নিয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার লক্ষ্যে নতুনধারার নেতা-কর্মীরা দেশের মানুষকে সচেতন করছে। 

ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত এ বছর ১২ মার্চ থেকে ব্যতিক্রম এই কর্মসূচির মধ্য দিয়ে গাজাসহ সকল যুদ্ধ বন্ধের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও সচেতনতা তৈরি করছে। 

দুর্নীতি, অর্থ পাচার, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধসহ বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি যুদ্ধ বন্ধের দাবিতে এ গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক 
চাঁদপুরে জব্দকৃত ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড
বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে : ধর্ম উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার 
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
১০