নীলফামারী মেডিক্যাল কলেজ পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ২০:২৯
ছবি : বাসস

নীলফামারী, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : নীলফামারী মেডিক্যাল কলেজ পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন। 

তিনি আজ শনিবার সকালে কলেজ পরিদর্শনকালে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় করেন। কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ জিম্মা হোসেন।  

সভায় মহাপরিচালকের কাছে শিক্ষক-শিক্ষার্থীরা সম্ভাবনার কথা তুলে ধরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান। 

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল হোসেন বলেন, ‘নীলফামারী মেডিক্যাল কলেজ নতুন মেডিকেল কলেজগুলোর একটি। উপযুক্ত অবকাঠামো এখনো তৈরি হয় নাই। তবে একটা ভালো জিনিস হচ্ছে, নীলফামারী মেডিকেল কলেজের এখন যেখানে ক্যাম্পাসটা আছে, এই ক্যাম্পাসটা অন্য একটা প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল। সেটা এখন নীলফামারী মেডিক্যাল কলেজ ব্যবহার করছে। সে কারণে অন্যান্য নতুন মেডিক্যাল কলেজগুলোর তুলনায় এর অবস্থা ভালো। এখানে শিক্ষার্থীদের জন্য হোস্টেল, আ্যাকাডেমিক ভবন, ক্যাম্পাসের অন্যান্য যে সুযোগ সুবিধা আছে, সেটা বাকী পাঁচটা (নতুন ছয়টির মধ্যে) মেডিক্যাল কলেজে নেই।’

মহাপরিচালকের সঙ্গে আরও  উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) মো. মাসুদুর রহমান, উপ-পরিচালক (সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ) সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহসহ রংপুর ও দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০