নীলফামারী মেডিক্যাল কলেজ পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ২০:২৯
ছবি : বাসস

নীলফামারী, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : নীলফামারী মেডিক্যাল কলেজ পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন। 

তিনি আজ শনিবার সকালে কলেজ পরিদর্শনকালে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় করেন। কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ জিম্মা হোসেন।  

সভায় মহাপরিচালকের কাছে শিক্ষক-শিক্ষার্থীরা সম্ভাবনার কথা তুলে ধরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান। 

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল হোসেন বলেন, ‘নীলফামারী মেডিক্যাল কলেজ নতুন মেডিকেল কলেজগুলোর একটি। উপযুক্ত অবকাঠামো এখনো তৈরি হয় নাই। তবে একটা ভালো জিনিস হচ্ছে, নীলফামারী মেডিকেল কলেজের এখন যেখানে ক্যাম্পাসটা আছে, এই ক্যাম্পাসটা অন্য একটা প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল। সেটা এখন নীলফামারী মেডিক্যাল কলেজ ব্যবহার করছে। সে কারণে অন্যান্য নতুন মেডিক্যাল কলেজগুলোর তুলনায় এর অবস্থা ভালো। এখানে শিক্ষার্থীদের জন্য হোস্টেল, আ্যাকাডেমিক ভবন, ক্যাম্পাসের অন্যান্য যে সুযোগ সুবিধা আছে, সেটা বাকী পাঁচটা (নতুন ছয়টির মধ্যে) মেডিক্যাল কলেজে নেই।’

মহাপরিচালকের সঙ্গে আরও  উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) মো. মাসুদুর রহমান, উপ-পরিচালক (সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ) সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহসহ রংপুর ও দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
১০