লালমনিরহাটে চারদিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপন  

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ২১:১১
ছবি : বাসস

লালমনিরহাট, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় প্রতিবারের মতো এবারও নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে জেলা সদরের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে চারদিন ব্যাপী নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, বাংলা নববর্ষ উপলক্ষে প্রথমদিন ১লা বৈশাখ সোমবার সকাল ৭টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। পরে সকাল ৯টায় পান্তাভাত পরিবেশনা, দুপুর ২টায় লাঠি খেলা, দুপুর ২টা ৩০ মিনিটে ঘোড়দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথমদিনের কর্মসূচি সম্পন্ন হবে। 

দ্বিতীয়দিন মঙ্গলবার সকাল ৯টায় সাঁতার প্রতিযোগিতা, দুপুর ১২ টায় হা-ডু-ডু, চকোরচাল ও উটকুন দিয়ে দড়ি বুনন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুর ১ টায় ঠুস খেলা ও দুপুর ২ টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। 

তৃতীয় দিন বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে দীর্ঘ লাফ প্রতিযোগিতা, হা-ডু-ডু, চকোরচাল, ঝাঁকি জাল বুনন, চেংগুপেন্টি খেলা ও মোরগ যুদ্ধ প্রতিযোগিতা। দুপুর ১ টায় ঠুস খেলা, বাটুল ছোঁড়া প্রতিযোগিতা, উচ্চলম্ফ প্রতিযোগিতা ও ঘুড়ি উড়ানো। পরে দুপুর ২ টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। 

চতুর্থ দিন বৃহস্পতিবার দুপুর ১টায় হা-ডু-ডু খেলার চূড়ান্ত রাউন্ড ও দুপুর ২ টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার চুড়ান্ত রাউন্ডের মধ্য দিয়ে চারদিন ব্যাপী নববর্ষ উদযাপন শেষ হবে।

বাংলা নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব রনজিৎ কুমার রায় জানান, চারদিন ব্যাপী নববর্ষ উদযাপন উপলক্ষে গেট নির্মাণ, সড়ক সাজানো, মাঠের সৌন্দর্য বৃদ্ধি, অনুষ্ঠানে আগত লোকজনের বসার ব্যবস্থা করাসহ অনুষ্ঠান পরিচালনার প্রস্তুতি শেষ পর্যায়ে। 

তিনি আরও জানান, নববর্ষ উদযাপন কর্মসূচীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উপস্থিত থাকবেন।
 
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। একইসাথে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক 
চাঁদপুরে জব্দকৃত ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড
বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে : ধর্ম উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার 
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
১০