মাশরুম ও মুক্তা চাষের ব্র্যান্ডিং জেলা হতে পারে পঞ্চগড় : সারজিস আলম

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ২২:৩৪
শনিবার পঞ্চগড়ে ইকো পার্ক চত্বরে মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। ছবি : বাসস

পঞ্চগড়, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, পঞ্চগড় মাশরুম ও মুক্তা চাষের ব্র্যান্ডিং জেলা হতে পারে।

আজ শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকার জেলা প্রশাসন ইকো পার্ক চত্বরে দুই দিনব্যাপী মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, দেশের বিভিন্ন জেলায় মাশরুম ও মুক্তার চাষ স্বল্প পরিসরে হলেও বৃহৎ আকারে নেই। সে হিসেবে মাশরুম ও মুক্তা চাষের ব্র্যান্ডিং জেলা হওয়ার সক্ষমতা রাখে পঞ্চগড়।

তিনি আরও বলেন, এখন অনেক মায়েরাই আর স্বামীর উপর নির্ভর হতে চান না, তারা নিজেরাই স্বাবলম্বী হতে চান। দেশে এখন অনেক তরুণ উদ্যোক্তা তৈরি হচ্ছে। সেখানে পঞ্চগড়ের মাশরুম ও মুক্তা চাষ আমাদের স্বপ্ন দেখাচ্ছে।

জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, মুক্তা চাষ কর্মশালার প্রশিক্ষক ড. নজরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পঞ্চগড় জজ কোর্টের পিপি আদম সুফী, জিপি আব্দুল বারী প্রমুখ বক্তব্য দেন।

এর আগে, গতকাল শুক্রবার জেলা প্রশাসন ইকো পার্ক ম্যানেজমেন্ট কমিটির ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ শুরু হয়। দুই দিনের এই কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার ৫৪ জন তরুণ তরুণী অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
১০