বাংলাদেশিদের ভিসা দিতে বিকল্প ব্যবস্থা করবে রোমানিয়া 

বাসস
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ২২:৪১
শনিবার তুরস্কে এডিএফ সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী এমিল হুরেজেয়ানু। ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ (বাসস) : বিকল্প ব্যবস্থাপনায় বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানে ঢাকার প্রস্তাব গ্রহণ করেছে রোমানিয়া।

শনিবার তুরস্কে ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’-এর ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাবে রাজি হন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী এমিল হুরেজেয়ানু।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বৈঠকে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে বৈধ অভিবাসন সহজ করতে অভিবাসন ও মানুষের চলাচল সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা অনুসন্ধানের প্রস্তাব করেন এবং বাংলাদেশ এ প্রস্তাবে একমত পোষণ করেছে।

উভয় পক্ষ কৃষি, গাড়ি, রেলশিল্প এবং বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে বাংলাদেশকে সমর্থন করার ক্ষেত্রেও রোমানিয়ান পক্ষ সম্মত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতার ওপর একটি বিশেষ আলোচনা হয়েছে।

বৈঠকে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘বিভক্ত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’ প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার তুরস্কের আনাতোলিয়ায় তিন দিনব্যাপী ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’ শুরু হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফোরামের আয়োজন করেছে।

বিশ্ব নেতা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, ব্যবসায়িক বিশেষজ্ঞদের পাশাপাশি গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা একত্রিত হয়েছেন এই ফোরামে। ২০ জনেরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান, ৫০ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী, ৭০ জনেরও বেশি মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় ৬০ জন সিনিয়র প্রতিনিধি, পাশাপাশি শিক্ষার্থীসহ ৪ হাজার জনেরও বেশি অতিথি ফোরামে অংশগ্রহণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবিতে রিসার্চ প্রসেস এন্ড টুলস শীর্ষক কর্মশালা
কাপ্তাই বাঁধের ১৬ গেট দিয়ে সাড়ে তিন ফুট পানি ছাড়
ফেনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ৩ জলদস্যু গ্রেপ্তার
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
কাতারের ওপর ইসরাইলের হামলায় জামায়াতের নিন্দা
নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৭৫১ জন গ্রেফতার
আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
১০