বৈসাবির দ্বিতীয় দিনে পাহাড়ে চলছে পাজন রান্নাসহ অতিথি আপ্যায়ন

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১১:০০
বৈসাবি উৎসবের দ্বিতীয় দিনে পাহাড়িদের ঘরে চলছে ঐতিহ্যবাহী পাজন রান্নার আয়োজন। ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস): বৈসাবি উৎসবের দ্বিতীয় দিন আজ ১৩ এপ্রিল পাহাড়িদের ঘরে ঘরে চলছে ঐতিহ্যবাহী বিশেষ খাবার পাজন রান্নার আয়োজন। বৈসাবীর ২য় দিনে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বাসায় আগত অতিথিদের পাজন ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করে থাকেন।

রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা প্রহেলিকা ত্রিপুরা বাসসকে জানান, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈসাবির দ্বিতীয় দিনে আজ সকাল থেকেই পাহাড়ীরা প্রায় ১২০-১৫০ প্রকার বিভিন্ন সবজি দিয়েই তাদের ঐতিহ্যবাহী পাজন খাবার রান্নার আয়োজন করে থাকে।

তবে কালের বিবর্তনে সব সবজি এখন পাওয়া না গেলেও যতটুকু পাওয়া যায় তাই দিয়েই চলে পাজন রান্নার আয়োজন।

তিনি বাসসকে আরো জানান, ঐতিহ্যবাহী পাজন রান্নার কাজে পরিবারের  সবাই মিলে সকাল থেকেই এক সঙ্গে কাজ করে। পাজন রান্না শেষে পরিবারের সব সদস্যরা খাওয়ার পাশাপাশি বাসায় অতিথি আসলে পাজনসহ অন্যান্য খাবার দিয়ে তাদের আপ্যায়ন করা হয়। পাহাড়ি-বাঙালি সবার উপস্থিতিতে জমে উঠে বৈসাবির দ্বিতীয় দিনটিও।

বৈসাবীকে ঘিরে উৎসবের দ্বিতীয় দিনেও পাহাড়ে চলছে বাহারি আয়োজনসহ অতিথি আপ্যায়ন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ধারণা বছরের শেষ বা প্রথম দিনে এ পাজন খাবার খেলে বিভিন্ন প্রকারের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বৈসাবির ঐতিহ্যবাহী এ খাবার পাহাড়ি-বাঙালির সবার কাছেই খুবই প্রিয়। পাজন দিয়েই দিন ভর চলে অতিথি আপ্যায়ন। বৈসাবীর দ্বিতীয় দিনকে চাকমারা বলে মূল বিজু আর ত্রিপুরারা বলেন বিষিমা।

উৎসবের তৃতীয় দিন আগামীকাল ১৪ এপ্রিল চাকমা, ত্রিপুরারা গোজ্জাই পোজ্জা পালন করলেও ঐদিন মারমা সম্প্রদায় উদযাপন করে ঐতিহ্যবাহী পানি খেলা উৎসব।

১৬ এপ্রিল রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়া স্কুল মাঠ এবং ১৯ এপ্রিল রাঙ্গামাটির স্টেডিয়ামে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই পানিখেলার মাধ্যমে শেষ হবে পাহাড়ের বৈসাবি উৎসব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
১০