দুদকের মামলায় সাবেক বিএনপি নেতা ফালু খালাস

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৩:১০
ছবি : বাসস

ঢাকা, ১৩ এপ্রিল,  ২০২৫ (বাসস) : অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুকে খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন । রায়ে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, দুদকের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পেয়ে ২০০৭ সালের ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন ফালু। এ নিয়ে তদন্তে তার আয়ের সঙ্গে সঙ্গতিহীন ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পায় দুদক।

এ ঘটনায় ২০০৭ সালের ৮ জুলাই মতিঝিল থানায় মামলা করে দুদক। এরপর ২০১৮ সালের ২৭ আগস্ট মামলাটির অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন আদালত। এর পাঁচবছর পর ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্যাঞ্চলে সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন: সুপ্রদীপ চাকমা
বেগমগঞ্জে মন্দির-মণ্ডপ পরিদর্শনে বরকত উল্লাহ বুলু
নারায়ণগঞ্জে পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের
বরিশাল মহানগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা
তারাকান্দায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় বিএনপির
ট্রাম্পের গাজা পরিকল্পনার পক্ষে মুসলিম রাষ্ট্রগুলোর সমর্থন
বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ নাকচ প্রধান উপদেষ্টার
শ্রীমঙ্গল-কমলগঞ্জের ৬২টি পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের
পুরনো ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
দেবিদ্বারের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় বিএনপির
১০