চৈত্র সংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয়: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৪:১৭
রোববার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন অনুষ্ঠানে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা । ছবি : বাসস

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস) :  মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চৈত্র সংক্রান্তিতে আমরা যা পাই, তা প্রকৃতির দান। চৈত্র সংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দিয়ে থাকে।

আজ সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন অনুষ্ঠানে নারী ও চৈত্র সংক্রান্তি আলোচনায় তিনি  একথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ  উপদেষ্টা বলেন, এই প্রথম বাংলাদেশে সরকারিভাবে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ একত্রে  অনুষ্ঠিত হচ্ছে।  দেশের সংস্কৃতিতে আমরা শুধু এতদিন পহেলা বৈশাখ উদযাপন করে আসছিলাম তার একটি পরিবর্তন আসলো। কারণ এটাই আমাদের আসল সংস্কৃতি।

উপদেষ্টা শাক-সবজিকে দরিদ্র মানুষের পুষ্টির অন্যতম উৎস উল্লেখ করে বলেন, এই উৎসবের দিন সাধারণত বিভিন্ন পদের শাকসবজি দিয়ে তরকারি তৈরি করার প্রচলন আছে। এদিন কোনো প্রকার আমিষ খাওয়া হয় না। গ্রাম বাংলার যত ধরনের আয়োজন ও বৈচিত্র্য সংস্কৃতি, তা এই চৈত্র সংক্রান্তিতে দেখা যায়।

চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী ১৪ রকমের শাকের কথা উল্লেখ করে ফরিদা আখতার বলেন, এই শাক বর্তমানে আর বিশুদ্ধভাবে পাওয়া যায় না। আজকাল পরিবেশ দূষণের কারণে এবং আধুনিক কৃষিতে কীটনাশক ও আগাছা নাশক ব্যবহারের কারণে আমরা শাক পেলেও তা ব্যবহার উপযোগী নয়। কারণ সেটা বিষাক্ত হয়ে যায়। আমরা যদি পরিবেশটাকে বিষমুক্ত করতে পারি, তাহলে সবাই শাক খেতে পারবো।

সরকারের পক্ষ থেকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা দেশের যে উন্নয়নের কথা বলছি ও দেশকে এগিয়ে নিতে চাচ্ছি এবং জুলাই এর অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, সেখানে বিল্ডিং ও গাড়ি করাটাই যেন উন্নয়নের মূল সংজ্ঞা না হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্ব পালন করতে হবে।

নবপ্রাণ আন্দোলনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, কুষ্টিয়া থেকে আগত সাধুগুরু, নবপ্রাণ আন্দোলনের শিক্ষার্থীরা ও নয়াকৃষি আন্দোলনের কৃষকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্যাঞ্চলে সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন: সুপ্রদীপ চাকমা
বেগমগঞ্জে মন্দির-মণ্ডপ পরিদর্শনে বরকত উল্লাহ বুলু
নারায়ণগঞ্জে পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের
বরিশাল মহানগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা
তারাকান্দায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় বিএনপির
ট্রাম্পের গাজা পরিকল্পনার পক্ষে মুসলিম রাষ্ট্রগুলোর সমর্থন
বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ নাকচ প্রধান উপদেষ্টার
শ্রীমঙ্গল-কমলগঞ্জের ৬২টি পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের
পুরনো ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
দেবিদ্বারের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় বিএনপির
১০