সাতক্ষীরায় নানা আয়োজনে নববর্ষ উদযাপনের প্রস্তুতি

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৫:৩৫
সাতক্ষীরায় নানা আয়োজনে নববর্ষ উদযাপনের প্রস্তুতি। ছবি: বাসস

সাতক্ষীরা, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উদযাপন উপলক্ষে এ প্রস্তুতি নেয়া হয়।

নববর্ষ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে আগামীকাল সোমবার সকাল ৭টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন কালেক্টরেট পার্কে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন করা হবে। এরপর সকাল সোয়া ৭টায় শোভাযাত্রায় বের করা হবে। আনন্দ শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হবে। এরপর জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিতে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এছাড়া জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় বাংলা নববর্ষ উদযাপন করা হবে।

এদিকে, বাংলা নববর্ষ উপলক্ষে আগামীকাল সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১০ দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হবে। এ উপলক্ষে হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের ঐতিহ্যবাহি বাঙালি খাবার পরিবেশন করা হবে।

সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামীকাল বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুত গ্রহণ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০