নেত্রকোণায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে খনার মেলা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৬:০৮
ছবি : বাসস

নেত্রকোণা, ১৩ এপ্রিল ২০২৫ (বাসস) : সূর্যোদয়ের সাথে সাথে গান বাজনার মধ্য দিয়ে নেত্রকোণা-ময়মনসিংহ-কিশোরগঞ্জের ভৌগোলিক ও সাংস্কৃতিক সংযোগস্থল কেন্দুয়ায় অনুষ্ঠিত হয়েছে খনার মেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলার কেন্দুয়া সীমান্তের দলপা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামের "মঙ্গলঘর" নামের একটি আড্ডা

ঘরের উঠান মঞ্চে চৈত্র সংক্রান্তি উপলক্ষে এই খনার মেলার আয়োজন করে মঙ্গলঘর পরিসর।

এ বছর দ্বিতীয় বারের মতো উদ্যাপিত হচ্ছে খনার মেলা। আজ ভোরের হাওয়ায় খনার বচন দিয়েই উদ্বোধন করা হয় খনার মেলার। দিনভর চলে লোক গান,  কবিতা, বাউল গান, কিচ্ছা পালা, গাইনের গীত, শ্লোক, খনার কৃষি সংক্রান্ত বচন, স্বাস্থ্য, পরিবেশ, জীবনসহ জ্যোতির্বিদ্যা নিয়েও হয় বিশেষ আলোচনা। এতে গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত শিল্পী এবং কিশোরগঞ্জ ও নেত্রকোণার স্থানীয় শিল্পীরা। 

তারা হলেন, দেশ বরেণ্য শিল্পী কফিল আহমেদ, সংগীত শিল্পী কৃষ্ণকলি ও তার দল, সমগীত, ব্যান্ড সহজিয়া, চিৎকার, মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, মঙ্গলঘরের শিল্পী কৃষক দুদু কাঞ্চন, দুলাল চিশতি, তরুণ শিল্পী ফয়সল, উদয়, সুমন, হৃদয়সহ অনেকে।

খনার মেলার আয়োজক ও সংগঠক কফিল আহমেদ বলেন, ‘চৈতে লতা, বৈশাখে পাতা” এই ধরনের বচনগুলো তুলে ধরার মাধ্যমে মহীয়সী খনাকে স্মরণ ও তার চিন্তাকে নতুন প্রজন্মের সাথে পরিচিত করানোই এই মেলার প্রধান উদ্দেশ্য। এই মেলাকে মানুষের সাথে মানুষের কথা বলার মেলাও বলা যেতে পারে। তিনি বলেন, ‘জীবনের সাথে জীবনের দেখা হওয়ার জন্যই এই খনার মেলার আয়োজন করা হয়’। 

খনার বচন, ‘জল ভালা ভাসা/ মানুষ ভালা চাষা’ এই প্রতিপাদ্য নিয়ে গানের ফাঁকে ফাঁকে উপস্থিত দর্শক- শ্রোতার অংশগ্রহণে চলে আলোচনা। আলোচনায় অংশ নেন, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) পরিচালক লেখক-গবেষক পাভেল পার্থ, প্রাকৃতিক কৃষি আন্দোলনের সংগঠক দেলোয়ার জাহান, কবি আহমেদ নকিব, লেখক ও সংস্কৃতি সংগঠক বাকি বিল্লাহ, শিল্পী ও সংস্কৃতি সংগঠক বীথি ঘোষ, কবি আসমা বীথি, সংস্কৃতি সংগঠক আবুল কালাম আল আজাদ, লোকসাহিত্য গবেষক রাখাল বিশ্বাস, মঙ্গলঘর পরিসরের প্রধান সংগঠক বদরুন নূর চৌধুরী লিপন ও শিল্পী কফিল আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
সিলেটের ৫ উপজেলায় শিশুদের জীবনমান উন্নয়নের উদ্যোগ ওয়ার্ল্ড ভিশনের
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত-নিহতদের ক্ষতিপূরণের দাবি এ্যানীর
বিজিএমইএ-ইন্টারটেক বৈঠক : পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও সহযোগিতার অঙ্গীকার
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
১০