গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৭:১১
ছবি : সংগৃহীত

গাজীপুর, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ ঢাকা-টাঙ্গাইল রেল লাইনে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এ অবস্থায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ রোববার বেলা আড়াইটার দিকে জেলার সালনায় এ ঘটনা ঘটে। 

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, আজ রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলসড়কের সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সংশ্লিষ্ট রেল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি রোববার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছামাত্রই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালে নিহতদের স্মরণে শোক প্রকাশ
২০২৬ সালে জাতিসংঘের বাজেট ১৫ শতাংশ কমানোর প্রস্তাব মহাসচিবের
কাতার হামাসকে অর্থায়ন করে, হামলা ন্যায্য : নেতানিয়াহু
১৭ বিয়ে করা আলোচিত সেই বন কর্মকর্তা বরখাস্ত
ইউরোপে জলবায়ু পরিবর্তনে গ্রীষ্মে আনুমানিক ১৬,৫০০ জনের মৃত্যু
ফেডের সিদ্ধান্তের আগে মার্কিন শেয়ারের দাম কমেছে
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিমানবন্দরে ‘হয়রানির’ অভিযোগ চীনের
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে দুদকের অভিযান
ঢাকায় আন্তর্জাতিক নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি প্রদর্শনী শুরু কাল
ইয়েমেনের মানবিক সমন্বয়কারীকে এডেনে সরিয়ে নিল জাতিসংঘ
১০