সততার সঙ্গে জনসেবায় আত্মনিয়োগ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান ভূমি উপদেষ্টার

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৭:৫৩ আপডেট: : ১৩ এপ্রিল ২০২৫, ১৮:৩৩
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফাইল ছবি

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস): পেশাদারিত্ব, মেধা ও সততা দিয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। 

তিনি আজ রাজধানীর ভূমি ভবনের সেমিনার কক্ষে ১৩৯তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও  সমাপনী অনুষ্ঠানে একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান।

আলী ইমাম মজুমদার বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। মানুষের প্রত্যাশা ও সেবা প্রাপ্তির ক্ষেত্রেরও পরিবর্তন হয়েছে। পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে, সেইসঙ্গে সেবা নিশ্চিত করতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানো এবং নিজেকে দক্ষ ও যোগ্য করে তোলার লক্ষ্যেই  এই প্রশিক্ষণ। 

তিনি বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান দিয়ে পেশাদারিত্ব, মেধা ও সততার সঙ্গে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে। মেশিন সর্বদা একইরকম কাজ করে। সিদ্ধান্তের কাজটুকু মানুষ করবে। সেখানে মানুষের মানবিক গুনাবলি অবশ্যই থাকবে। বর্তমান প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ভূমি উপদেষ্টা বলেন, সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ হতে অর্জিত জ্ঞান চর্চা করতে হবে। এছাড়া এই প্রশিক্ষণে আরো কিছু ক্যাডার যুক্ত করা প্রয়োজন। এবং চাকরির শুরুতে এই প্রশিক্ষণ দেয়া হলে কর্মক্ষেত্রে আরো অধিক কল্যাণকর সেবা নিশ্চিত করতে পারবে নবীন কর্মকর্তারা। জনবান্ধব ভূমিসেবা দিতে ভূমি খাতে অবশ্যই সুশাসন নিশ্চিত করতে হবে।

প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এই প্রশিক্ষণে প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, জুডিশিয়ারি ক্যাডার ও বন ক্যাডারের মোট ৬৩ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে নারী কর্মকর্তা ছিলেন ২২ জন।

ভূমি উপদেষ্টা ১৩৯তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

এ সময় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, চেয়ারম্যান (সচিব) ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এএসএম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব)  মোহাম্মদ ইবরাহিমসহ মন্ত্রণালয় এবং অন্যান্য দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর প্রতি বছর  তিনটি ব্যাচকে বিসিএস (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণের আয়োজন করে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০