বগুড়ায় প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৬:৫৩
প্রতীকী ছবি

বগুড়া, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস): বগুড়ায় দশ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তিনমাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মসজিদ পাড়া হাজী মহল্লার আফজাল হোসেন (২০), বগুড়ার আদমদিঘী উপজেলার বশিকোড়া গ্রামের সোহেল রানা (৩২), একই উপজেলার রবিউল ইসলাম (৩৮), রাধানগর চন্দরসারের বিল্লাল হোসেন (৪১) এবং রফিকুল ইসলাম বুলবুল (৪৮)।

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে ডিবির একটি টিম তিনমাথা ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে প্রাইভেটকারটির পিছনের অংশের ভেতরে লুকিয়ে রাখা ৫টি নীল রঙের পলিথিন ব্যাগে প্রতিটি ২ কেজি করে সর্বমোট ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শহীদরা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে : ইআবি ভিসি
বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল
সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি : ঢাবি উপাচার্য
রাজধানীর যাত্রাবাড়ীতে তিন মাদক কারবারি গ্রেফতার 
চাঁদপুরে অননুমোদিত শিশু খাদ্য তৈরির অভিযোগে কারখানা মালিককে জরিমানা
ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জেডআরএফ’র জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ 
তরুণ প্রজন্মের সম্ভাবনা কাজে লাগানোর জন্য স্থানীয় সরকার উপদেষ্টার আহবান
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা 
রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২
নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : রিজভী
১০