উৎসব আমেজে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৭:৩১
উৎসব আমেজে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন। ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস): ফ্যাসিবাদ নির্মূলের দৃঢ় প্রত্যয়ে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্‌যাপিত হয়েছে। 

সোমবার সকাল থেকে প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণের অনন্য এই রঙিন আনন্দ উৎসবে মাতোয়ারা হয়ে উঠে নবীন-প্রবীণ সকল শ্রেণি পেশার মানুষ।

বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, জেলা বিএনপি, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ আয়োজনে অংশ নেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠক, কর্মীরা।

আজ সকাল ৯টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নতুন বছরকে স্বাগত জানিয়ে রঙ-বেরঙের প্ল্যাকার্ড, বাঘ, প্যাঁচা, ফল, রাজা, রানীসহ নানান রকমের মুখোশ ও রঙিন কাগজের নকশা আঁকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন স্কুল কলেজ ও চারুকলার শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে পহেলা বৈশাখ উপলক্ষে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

জেলা বিএনপির অপর এক আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’ এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে চাষাঢ়া থেকে আর একটি শোভাযাত্রা বের হয়ে চারুকলা ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। ঢাকের তালে তালে নানা বৈশাখি মোটিফ নিয়ে বের হওয়া এ শোভাযাত্রায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশেষ আয়োজনও দেখা যায়। এর আগে চারুকলা ইনস্টিটিউট থেকেও একটি শোভাযাত্রা বের করা হয়, যাতে স্থানীয় শিল্পী-সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

এছাড়া সমমনা সাংস্কৃতিক সংগঠন শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের ব্যানারে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মাথায়, লুঙ্গি ও গামছা পরে লোকজ সংস্কৃতির ঐহিত্য তুলে ধরেন।

বাংলা নববর্ষ উপলক্ষে আজ জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও নানা আয়োজন দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন
কাতারে হামলার জন্য নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট ট্রাম্প
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
মার্কিন-ভারত বাণিজ্য আলোচনা অব্যাহত রয়েছে: ট্রাম্প
ধর্ষণের পরে হত্যা দাবি করে মিথ্যা স্ক্রিপ্টেড ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
চীন সফরে যাচ্ছে মার্কিন আইন প্রণেতাদের প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রে আটক কর্মীদের ফিরিয়ে আনতে বিমান পাঠাচ্ছে দ. কোরিয়া
আওয়ামী আমলের ভিডিওকে সাম্প্রতিক বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
আগামী জাতীয় নির্বাচনে নারীরা বেশি ভোট দেবে: আফরোজা খানম
১০