শেরপুর, ১৪ এপ্রিল ২০২৫ (বাসস): বাংলা নববর্ষের দিনে শেরপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ আজ দুপুরে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ বাস সার্ভিস উদ্বোধন করেন।
কলেজ সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পাঁচটি বাস দিয়ে যাত্রা শুরু হলো। যা সদরসহ অন্য চারটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্দিষ্ট রুটে চলাচল করবে। বাস সার্ভিস পেতে হলে শিক্ষার্থীদের কলেজ আইডি কার্ড প্রদর্শন করতে হবে। আইডি কার্ড ছাড়া কোনোভাবেই এ সেবা দেওয়া হবে না।
যে রুটে বাসগুলো চলাচল করবে- রুট নম্বর- এক. ঝিনাইগাতী বাজার-আহম্মদনগর-পাগলার মোড়- তিনানী বাজার ব্রিজ-কাঠালতলী-কোয়ারী রোড-জুলগাঁও নতুন সড়ক-কালীবাড়ী বাজার-বাজিতখিলা- তাতালপুর-শেরপুর সরকারি কলেজ। রুট নম্বর- দুই. শেরপুর ব্রিজ (ব্রহ্মপুত্র সেতু)-ব্যাঙের মোড়, আমতলী বাজার, শিমুলতলী বাজার, পোড়াদহ বাজার, নন্দীর বাজার, নতুন সড়ক-বটতলা-কুসুমহাটী- শেরী ব্রিজ-শেরপুর সরকারি কলেজ। রুট নম্বর- তিন. মাঝপাড়া-বটতলা-শ্রীবরদী বাজার-মাটিয়াকুড়া- গাবতলী-তেনাচিড়া বিজু ভারেরা-কুরুয়া বাজার-কুড়িকাহনিয়া বাজার-ইন্দিলপুর বাজার-চিথলিয়া-আখের মাহমুদ বাজার-খোয়ারপাড়-শেরপুর সরকারি কলেজ। রুট নম্বর- চার. গৌড়দ্বার-পাইস্কা মোড়-নকলা হলপট্টি-গণপদ্দী বাজার-তারাকান্দি বাজার-কানাশাখোলা বাজার-অষ্টমীতলা-শেরপুর সরকারি কলেজ।
এদিকে বাস সার্ভিস চালুর খবরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা বলছেন, অনেক সময় ভাড়া গাড়ির জন্য দীর্ঘ অপেক্ষা করতে হতো। সদরের চরাঞ্চলের অনেককে কখনো হেঁটেও কলেজে আসতে হয়েছে। এখন এসব সমস্যার সমাধান হলো। এছাড়া বাৎসরিক ভাড়া মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা।
এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহ্ কামাল উদ্দীন বলেন, ‘দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা এ কলেজে পড়াশোনা করতে আসেন। অনেক শিক্ষার্থীর দৈনিক ভাড়া বাবদ ১৫০-২০০ টাকা খরচ হয়। তাদের সুবিধার কথা চিন্তা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে শিক্ষার্থীরা সহজে ও নিরাপদে কলেজে আসা-যাওয়া করতে পারবেন।