পোর্ট লুইসে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৯:০৭
পোর্ট লুইসে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত। ছবি: দূতাবাস

পোর্ট লুইস (মরিশাস), ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইসের উদ্যোগে মরিশাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বাংলা নববর্ষ, ১৪৩২ উদ্‌যাপন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইস দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। 

আনন্দ শোভাযাত্রার মাধ্যমে নববর্ষ উদ্‌যাপন শুরু হয়। বৈশাখি মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন মেলার মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘটে।

হাইকমিশনার ড. জকি আহাদ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন। 

শোভাযাত্রা শুরু হওয়ার আগে হাইকমিশনার উপস্থিত অতিথিদের নিকট এর প্রেক্ষাপট তুলে ধরেন। 

তিনি বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, ইউনেস্কো বাংলাদেশের এ আনন্দ শোভাযাত্রাকে ‘ইনটানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আমরা এই বর্ষবরণ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। 

এ সময় ড. জকি আরো বলেন, আমরা দেশে অথবা বিদেশে যেখানেই থাকি, আমাদের চেতনার রং লাল-সবুজ। আমরা তরুণদের চেতনা ধারণ করি এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি। 

উল্লেখ্য, এ বছরই প্রথমবারের মতো দিনব্যাপী কর্মসূচির মাধ্যম বাংলাদেশ হাউজে বাংলা নববর্ষ উৎসব উদ্‌যাপন করা হয়। 

এ উপলক্ষে বাংলাদেশ হাউজকে বর্ণিল সাজে সাজানো হয়। 

মেলায় ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার, পিঠাপুলি, ঝালমুড়ি, ফুচকা, সিঙ্গারা, সমুচা ও পান্তা ভাত ছিল সকলের নিকট আর্কষণীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে ভেজাল গুড় উৎপাদনে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা
পটুয়াখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল
নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭১১
জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী
রংপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে গণমাধ্যম কর্মীদের ওরিয়েন্টেশন
রংপুরে বিএনপি নেতা আনিছুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
রুশ হামলায় ইউক্রেনের রাজধানীতে বিদ্যুৎ-পানির সরবরাহ বিচ্ছিন্ন
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িতদের নিতে অস্বীকৃতি বুরকিনা ফাসোর
১০