ঢাবি শিক্ষক অধ্যাপক আহমদ শামসুল ইসলাম-এর মৃত্যুতে উপাচার্যের শোক

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৯:১৪

ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও একুশে প্রদকপ্রাপ্ত বিজ্ঞানী ড. আহমদ শামসুল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

আজ সোমবার এক শোক বিবৃতিতে তিনি বলেছেন, দেশের উদ্ভিদবিজ্ঞান শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

বিবৃতিতে উপাচার্য আরও বলেন, দেশের উদ্ভিদবিজ্ঞান শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। দেশে জিন প্রকৌশল এবং জীবপ্রযুক্তি শিক্ষা ও গবেষণার প্রবর্তনেও তিনি অসামান্য অবদান রেখেছেন। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আজ সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন অধ্যাপক ড. আহমদ শামসুল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। মরহুমের নামাজে জানাজা বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, অধ্যাপক ড. আহমদ শামসুল ইসলাম বাংলাদেশে প্লান্ট টিস্যু কালচার ল্যাবরেটরি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্লান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজি (বিএপিটিসিবি) এর প্রতিষ্ঠাতা। পাটের তোষা ও দেশী জাতের মধ্যে তিনি সংকরায়ণ ঘটিয়েছেন। তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান পরিবারও গভীর শোক প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন ও যৌথ গবেষণার উদ্যোগ গ্রহণ
জাতীয় বৃক্ষমেলায় শিক্ষার্থীদের ‘গাছ চেনা প্রতিযোগিতা-২০২৫
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শহীদরা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে : ইআবি ভিসি
বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল
সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি : ঢাবি উপাচার্য
রাজধানীর যাত্রাবাড়ীতে তিন মাদক কারবারি গ্রেফতার 
চাঁদপুরে অননুমোদিত শিশু খাদ্য তৈরির অভিযোগে কারখানা মালিককে জরিমানা
ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জেডআরএফ’র জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ 
তরুণ প্রজন্মের সম্ভাবনা কাজে লাগানোর জন্য স্থানীয় সরকার উপদেষ্টার আহবান
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা 
১০