ঢাবি শিক্ষক অধ্যাপক আহমদ শামসুল ইসলাম-এর মৃত্যুতে উপাচার্যের শোক

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৯:১৪

ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও একুশে প্রদকপ্রাপ্ত বিজ্ঞানী ড. আহমদ শামসুল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

আজ সোমবার এক শোক বিবৃতিতে তিনি বলেছেন, দেশের উদ্ভিদবিজ্ঞান শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

বিবৃতিতে উপাচার্য আরও বলেন, দেশের উদ্ভিদবিজ্ঞান শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। দেশে জিন প্রকৌশল এবং জীবপ্রযুক্তি শিক্ষা ও গবেষণার প্রবর্তনেও তিনি অসামান্য অবদান রেখেছেন। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আজ সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন অধ্যাপক ড. আহমদ শামসুল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। মরহুমের নামাজে জানাজা বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, অধ্যাপক ড. আহমদ শামসুল ইসলাম বাংলাদেশে প্লান্ট টিস্যু কালচার ল্যাবরেটরি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্লান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজি (বিএপিটিসিবি) এর প্রতিষ্ঠাতা। পাটের তোষা ও দেশী জাতের মধ্যে তিনি সংকরায়ণ ঘটিয়েছেন। তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান পরিবারও গভীর শোক প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০