ঢাবি শিক্ষক অধ্যাপক আহমদ শামসুল ইসলাম-এর মৃত্যুতে উপাচার্যের শোক

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৯:১৪

ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও একুশে প্রদকপ্রাপ্ত বিজ্ঞানী ড. আহমদ শামসুল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

আজ সোমবার এক শোক বিবৃতিতে তিনি বলেছেন, দেশের উদ্ভিদবিজ্ঞান শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

বিবৃতিতে উপাচার্য আরও বলেন, দেশের উদ্ভিদবিজ্ঞান শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। দেশে জিন প্রকৌশল এবং জীবপ্রযুক্তি শিক্ষা ও গবেষণার প্রবর্তনেও তিনি অসামান্য অবদান রেখেছেন। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আজ সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন অধ্যাপক ড. আহমদ শামসুল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। মরহুমের নামাজে জানাজা বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, অধ্যাপক ড. আহমদ শামসুল ইসলাম বাংলাদেশে প্লান্ট টিস্যু কালচার ল্যাবরেটরি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্লান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজি (বিএপিটিসিবি) এর প্রতিষ্ঠাতা। পাটের তোষা ও দেশী জাতের মধ্যে তিনি সংকরায়ণ ঘটিয়েছেন। তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান পরিবারও গভীর শোক প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর থেকে
পোল্যান্ডের আকাশে ড্রোন মোকাবিলায় ন্যাটোর সহায়তা
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪৩, চিকুনগুনিয়ায় ২৯
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬০ মামলা
প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল
সুশাসন নিশ্চিত হলে সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ে : টিআইবি
নেপালের নিষেধাজ্ঞায় বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
নেত্রকোনায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান 
চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৪ শতক জমি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ
বাংলাদেশ ও গুয়াতেমালা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ
১০