জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপো’তে পহেলা বৈশাখ উদ্‌যাপিত

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ২০:২১
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপো’তে পহেলা বৈশাখ উদ্‌যাপিত। ছবি: বাসস

ওসাকা, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : জাপানের কানসাইয়ের ওসাকায় ‘ওয়ার্ল্ড এক্সপো’তে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদ্‌যাপিত হয়েছে।
বাংলা নববর্ষ ১৪৩২ এর প্রথম দিনটি ‘বাংলাদেশের বিশেষ দিন’ হিসেবে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ মিশন এবং এক্সপোতে ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ সেখানে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করে। এরই অংশ হিসেবে জাপানের ওসাকায় এক্সপো ভেন্যুর পপ-আপ মঞ্চে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে টোকিও-ভিত্তিক বাংলাদেশি সাংস্কৃতিক গোষ্ঠী ‘মাদল সাংস্কৃতিক দল’ দেশাত্মবোধক গান ও লোকসংগীত পরিবেশন করে।

এক্সপো কর্তৃপক্ষ পহেলা বৈশাখকে ‘বাংলাদেশ স্পেশাল ডে’ হিসেবে অভিহিত করেছে। জাপানে বসবাসকারী বাংলাদেশিরা শাড়ি-পাঞ্জাবি পরে তাদের পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়া এক্সপোতে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্যাভিলিয়নের কর্মকর্তা ও এক্সপো দর্শনার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেছে।
অনুষ্ঠানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী স্বাগত বক্তব্য দেন।

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া এমন একটি ইভেন্টে (ওয়ার্ল্ড এক্সপো) বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের ভাষা ও এর ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি আমাদের ব্যবসায়িক পণ্য, ঐতিহ্য ও সংস্কৃতি প্রচারের একটি বড় সুযোগ তৈরি করেছে।’

অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবী রানী কর্মকার, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. শাজেবুর রহমান, দূতাবাস ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন ও যৌথ গবেষণার উদ্যোগ গ্রহণ
জাতীয় বৃক্ষমেলায় শিক্ষার্থীদের ‘গাছ চেনা প্রতিযোগিতা-২০২৫
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শহীদরা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে : ইআবি ভিসি
বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল
সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি : ঢাবি উপাচার্য
রাজধানীর যাত্রাবাড়ীতে তিন মাদক কারবারি গ্রেফতার 
চাঁদপুরে অননুমোদিত শিশু খাদ্য তৈরির অভিযোগে কারখানা মালিককে জরিমানা
ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জেডআরএফ’র জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ 
তরুণ প্রজন্মের সম্ভাবনা কাজে লাগানোর জন্য স্থানীয় সরকার উপদেষ্টার আহবান
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা 
১০