জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপো’তে পহেলা বৈশাখ উদ্‌যাপিত

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ২০:২১
জাপানে ‘ওয়ার্ল্ড এক্সপো’তে পহেলা বৈশাখ উদ্‌যাপিত। ছবি: বাসস

ওসাকা, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : জাপানের কানসাইয়ের ওসাকায় ‘ওয়ার্ল্ড এক্সপো’তে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদ্‌যাপিত হয়েছে।
বাংলা নববর্ষ ১৪৩২ এর প্রথম দিনটি ‘বাংলাদেশের বিশেষ দিন’ হিসেবে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ মিশন এবং এক্সপোতে ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ সেখানে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করে। এরই অংশ হিসেবে জাপানের ওসাকায় এক্সপো ভেন্যুর পপ-আপ মঞ্চে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে টোকিও-ভিত্তিক বাংলাদেশি সাংস্কৃতিক গোষ্ঠী ‘মাদল সাংস্কৃতিক দল’ দেশাত্মবোধক গান ও লোকসংগীত পরিবেশন করে।

এক্সপো কর্তৃপক্ষ পহেলা বৈশাখকে ‘বাংলাদেশ স্পেশাল ডে’ হিসেবে অভিহিত করেছে। জাপানে বসবাসকারী বাংলাদেশিরা শাড়ি-পাঞ্জাবি পরে তাদের পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়া এক্সপোতে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্যাভিলিয়নের কর্মকর্তা ও এক্সপো দর্শনার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেছে।
অনুষ্ঠানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী স্বাগত বক্তব্য দেন।

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া এমন একটি ইভেন্টে (ওয়ার্ল্ড এক্সপো) বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের ভাষা ও এর ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি আমাদের ব্যবসায়িক পণ্য, ঐতিহ্য ও সংস্কৃতি প্রচারের একটি বড় সুযোগ তৈরি করেছে।’

অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবী রানী কর্মকার, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. শাজেবুর রহমান, দূতাবাস ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
১০