পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রাম সমিতি, ঢাকার উদ্যোগে দিনব্যাপী উৎসব ও আলোচনা সভা

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ২২:৩৫ আপডেট: : ১৪ এপ্রিল ২০২৫, ২২:৪০

ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রাম সমিতি ঢাকার উদ্যোগে আজ দিনব্যাপী আনন্দ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমিতির এড-হক কমিটির আহ্বায়ক এম এ হাশেম রাজুর সভাপতিত্বে  ও সদস্য সচিব সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট ফরিদ উদ্দিন খানের পরিচালনায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংগঠনের তোপখানা রোডস্থ ভবনে সমিতির নিজস্ব  মিলনায়তনে পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বাংলা নববর্ষকে স্বাগত জানাতে চট্টগ্রাম সমিতি-ঢাকাস্থ চট্টগ্রামবাসীর উৎসবমুখর উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় এবং পহেলা বৈশাখের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে ঢাকাস্থ বৃহত্তর চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের বর্ষবরণ অনুষ্ঠান নির্বিঘ্নে পালিত হয়।

এ উপলক্ষে  আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের মনে রাখতে হবে জুলাই আগস্টে হাজার হাজার মায়ের বুক খালি হওয়ার মধ্য দিয়ে যেই নতুন বাংলাদেশ ছাত্র জনতা উপহার দিয়েছে তা প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে এই ধারাবাহিকতা বজায় রেখে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটাধিকার, আইনের সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয়ে চট্টগ্রাম সমিতি-ঢাকা কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে  শুরু হওয়া আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির আজীবন সদস্য প্রফেসর ড. মো. মুসা খান, ড. নাসির উদ্দিন মিজান, সিনিয়র সাংবাদিক কাশেম মাহমুদ খোকন, মো. আরিফ, এস এম ফরিদ, মঞ্জুর মোর্শেদ মামুন, সাবেক ছাত্র নেতা মমিনুল ইসলাম চৌধুরী, এডভোকেট নাজিম উদ্দিন, এম আব্দুর রহমান শাহিন (রাসেল), মো. জাকারিয়া, সাবেক ছাত্র নেতা মো. সাফায়াত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নেতা রাকিবুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে ভেজাল গুড় উৎপাদনে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা
পটুয়াখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল
নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭১১
জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী
রংপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে গণমাধ্যম কর্মীদের ওরিয়েন্টেশন
রংপুরে বিএনপি নেতা আনিছুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
রুশ হামলায় ইউক্রেনের রাজধানীতে বিদ্যুৎ-পানির সরবরাহ বিচ্ছিন্ন
যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িতদের নিতে অস্বীকৃতি বুরকিনা ফাসোর
১০