ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় নেতৃত্ব উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০০:২৩

ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২ দিনব্যাপী  বিশ্ববিদ্যালয় নেতৃত্ব উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ও ১৪ এপ্রিল রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র কমপ্লেক্সে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল  নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যোগ্য নেতৃত্ব। যোগ্য নেতৃত্বের সংকট পূরণে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের সর্বোচ্চ দক্ষতার পরিচয় দিতে হবে। মেধার সাথে নৈতিকতার সমন্বয় ঘটিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জাতির প্রত্যাশা অনুযায়ী আগামীর বাংলাদেশে যোগ্য নেতৃত্ব উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয় দায়িত্বশীলদের এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্ররাজনীতির প্রতি নেতিবাচক ধারণা থেকে বের হতে হলে সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের কোন বিকল্প নেই। তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে দায়িত্বশীলদের আরও যত্নবান হওয়া এবং শিক্ষার্থীদের মাঝে ছাত্ররাজনীতির প্রতি ইতিবাচক ধারণা আনয়নে দায়িত্বশীলদেরকে উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানান।

কর্মশালায় ছাত্রসংসদ নির্বাচন, ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলা, ক্যাম্পাস পরিস্থিতি, দক্ষ নেতৃত্ব তৈরি নিয়ে  আলোচনা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, দেলাওয়ার হোসেন ও সালাহউদ্দিন আইউবী। 
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক, ইসলামিক স্কলার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন আউটডোর ইভেন্ট অনুষ্ঠিত হয়। সারাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর থেকে
পোল্যান্ডের আকাশে ড্রোন মোকাবিলায় ন্যাটোর সহায়তা
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪৩, চিকুনগুনিয়ায় ২৯
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬০ মামলা
প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল
সুশাসন নিশ্চিত হলে সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ে : টিআইবি
নেপালের নিষেধাজ্ঞায় বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
নেত্রকোনায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান 
চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৪ শতক জমি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ
বাংলাদেশ ও গুয়াতেমালা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ
১০