সিলেট বিএনপি এখনো ইলিয়াস আলীর অপেক্ষায় আছে : কাইয়ুম চৌধুরী

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৯:৫৭
ছবি : বাসস

সিলেট, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর পরিবার এবং বিএনপি নেতাকর্মীরা এখনও তার অপেক্ষায় প্রহর গুণছে। তাই, ইলিয়াস আলীকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সিলেট বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম।

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের কোর্ট পয়েন্টে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে বক্তৃতাকালে তিনি এই দাবি জানান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “তৎকালীন সরকারের নানা আশ্বাস সত্ত্বেও ইলিয়াস আলীর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা বিশ্বাস করি, তিনি এখনো জীবিত এবং সংশ্লিষ্ট মহল তাঁর অবস্থান সম্পর্কে অবগত।”

বিএনপি’র এই নেতা আরও বলেন, “সিলেটবাসীর প্রিয় নেতা ইলিয়াস আলীর খোঁজ না পাওয়া আমাদের জন্য গভীর বেদনা ও ক্ষোভের। এটি একটি জাতির জন্য চরম লজ্জার। আমরা ন্যায়বিচারের আশায় আজও আন্দোলন চালিয়ে যাচ্ছি। গুম ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের লক্ষ্যে আন্তর্জাতিক মানের তদন্ত কমিশন গঠনের জোর দাবি জানাই।”

‘আয়নাঘর’ থেকে গুম হওয়া কয়েক জন ব্যক্তির ফিরে আসার প্রসঙ্গ টেনে কাইয়ুম চৌধুরী বলেন, “এই ঘটনাগুলো ইলিয়াস আলী গুমের প্রসঙ্গকে নতুন করে সামনে এনেছে। একইভাবে নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ, ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলীর ক্ষেত্রেও তাঁদের সন্ধান ও মুক্তির দাবি জানাচ্ছি।”

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সহ-সভাপতি আশিক উদ্দিন আশুক, সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমুখ।

মানববন্ধন শেষে ইলিয়াস আলীসহ গুমের শিকার বিএনপি’র সব নেতাকর্মীর সন্ধান ও মুক্তির দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে অটোমেটেড ভূমি সেবা সংক্রান্ত কর্মশালা
ঝিনাইদহে পলিথিন বিক্রি ও মজুদ করায় জরিমানা
বাকৃবির পরিবহন সেবায় অনলাইন সিস্টেমের উদ্বোধন
টাঙ্গাইলে দুই ডিম ব্যবসায়ীকে জরিমানা
শিল্প উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
ঝিনাইদহে সবুজ ক্যাম্পাস বিনির্মাণে চারা রোপণ
নাটোরে সাপের কামড় প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পিএসসি’তে নতুন ৩ সদস্য নিয়োগ
ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করে এআই ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
১০