হাজীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২০:১০
প্রতীকী ছবি। পেক্সেলস

চাঁদপুর, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস):  জেলার হাজীগঞ্জ উপজেলার লাউকরা গ্রামের মাঠে ধান কাটতে গিয়ে আজ দুপুরে বজ্রপাতে মো. সাহাব উদ্দিন (২৬) নামের এক কৃষক মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই গ্রামের পশ্চিম মাঠে ধান কাটার সময় এ ঘটনা ঘটে। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

মৃত,কৃষক উপজেলার ৮ নম্বর হাটিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড লাউকরা গ্রামের মৃত এরাশাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, লাউকরা পশ্চিম মাঠে অন্যদের  সঙ্গে কৃষক সাহাব উদ্দিন ধান কাটতে যান। এ সময় তিনি বজ্রপাতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা অন্য কৃষকেরা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বলেন কৃষক হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, হাসপাতালের  চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করছেন এ কৃষক বজ্রপাতে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যুবরণ করেছেন। ঘটনাস্থল পুলিশ পরির্দশন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
১০