হাজীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২০:১০
প্রতীকী ছবি। পেক্সেলস

চাঁদপুর, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস):  জেলার হাজীগঞ্জ উপজেলার লাউকরা গ্রামের মাঠে ধান কাটতে গিয়ে আজ দুপুরে বজ্রপাতে মো. সাহাব উদ্দিন (২৬) নামের এক কৃষক মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই গ্রামের পশ্চিম মাঠে ধান কাটার সময় এ ঘটনা ঘটে। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

মৃত,কৃষক উপজেলার ৮ নম্বর হাটিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড লাউকরা গ্রামের মৃত এরাশাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, লাউকরা পশ্চিম মাঠে অন্যদের  সঙ্গে কৃষক সাহাব উদ্দিন ধান কাটতে যান। এ সময় তিনি বজ্রপাতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা অন্য কৃষকেরা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বলেন কৃষক হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, হাসপাতালের  চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করছেন এ কৃষক বজ্রপাতে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যুবরণ করেছেন। ঘটনাস্থল পুলিশ পরির্দশন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় পিআইবি'র মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন
নীলফামারিতে কাল দুদকের গণশুনানি
যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কে ডিএসসিসি’র বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু 
প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ বিকেলে 
কঙ্গোতে অগ্নিকাণ্ডের পর নৌকাডুবিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে 
হাইকোর্টের ৪৮টি বেঞ্চে কাল থেকে বিচারকাজ শুরু
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৭ : পুলিশ 
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
১০