হাজীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২০:১০
প্রতীকী ছবি। পেক্সেলস

চাঁদপুর, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস):  জেলার হাজীগঞ্জ উপজেলার লাউকরা গ্রামের মাঠে ধান কাটতে গিয়ে আজ দুপুরে বজ্রপাতে মো. সাহাব উদ্দিন (২৬) নামের এক কৃষক মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই গ্রামের পশ্চিম মাঠে ধান কাটার সময় এ ঘটনা ঘটে। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

মৃত,কৃষক উপজেলার ৮ নম্বর হাটিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড লাউকরা গ্রামের মৃত এরাশাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, লাউকরা পশ্চিম মাঠে অন্যদের  সঙ্গে কৃষক সাহাব উদ্দিন ধান কাটতে যান। এ সময় তিনি বজ্রপাতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা অন্য কৃষকেরা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বলেন কৃষক হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, হাসপাতালের  চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করছেন এ কৃষক বজ্রপাতে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যুবরণ করেছেন। ঘটনাস্থল পুলিশ পরির্দশন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শহীদরা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে : ইআবি ভিসি
বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল
সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি : ঢাবি উপাচার্য
রাজধানীর যাত্রাবাড়ীতে তিন মাদক কারবারি গ্রেফতার 
চাঁদপুরে অননুমোদিত শিশু খাদ্য তৈরির অভিযোগে কারখানা মালিককে জরিমানা
ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জেডআরএফ’র জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ 
তরুণ প্রজন্মের সম্ভাবনা কাজে লাগানোর জন্য স্থানীয় সরকার উপদেষ্টার আহবান
তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা 
রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২
নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : রিজভী
১০