ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের অধ্যাপকের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২০:১১
বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে দেখা করেন যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটির স্কুল অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের অধ্যাপক ল্যান্ডন ই. হ্যানকক। ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটির স্কুল অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের অধ্যাপক ল্যান্ডন ই. হ্যানকক।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান এবং শান্তি ও সংঘর্ষ বিষয়ে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষক বিনিময় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।

এছাড়া, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্ট স্টেট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক স্থিতিশীলতা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি চালু এবং জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে যৌথ গবেষণা গ্রন্থ প্রকাশের বিষয়ে আলোচনা করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
১০